English

25.9 C
Dhaka
সোমবার, জুলাই ৭, ২০২৫
- Advertisement -

ভারতীয় অলরাউন্ডারের অবসরের ঘোষনা

- Advertisements -

নাসিম রুমি: সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতের বোলিং অলরাউন্ডার ঋষি ধাওয়ান। ৩৪ বছরের এই ক্রিকেটারের জাতীয় দলে অভিষেক হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার জাতীয় দলের জার্সিতে তিনটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলেছেন।

২০০৭ সালে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয়েছিল ঋষির। ঘরোয়া ক্রিকেটে হিমাচল প্রদেশের হয়ে খেলেছেন তিনি। ২০০৮ সালে প্রথম লিস্ট এ ম্যাচ খেলেছেন ঋষি। কয়েক বছর পরেই ভারত ‘এ’ দলে সুযোগ পান তিনি।

ঘরোয়া ক্রিকেটে পরিচিত নাম হলেও জাতীয় দলে মাত্র চারটি ম্যাচ খেলেছেন ঋষি। ২০১৬ সালে অস্ট্রেলিয়া সফরে অভিষেক হয়েছিল তার। তখন ভারতের অধিনায়ক ধোনি। সেই বছরই জাতীয় দলে শেষ ম্যাচ খেলেছেন তিনি।

ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে বেশ সফল ক্রিকেটার ঋষি। ২০২১-২২ মৌসুমে তার অধিনায়কত্বে বিজয় হজারে ট্রফি জিতেছিল হিমাচল প্রদেশ। সেই প্রতিযোগিতায় ৪৫৮ রান ও ১৭টি উইকেট নিয়েছিলেন তিনি। ফলে জল্পনা শুরু হয়েছিল যে, ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে আবার জাতীয় দলে ডাক পাবেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত পাননি।

আইপিএলে মোট তিনটি দলের হয়ে খেলেছেন ঋষি। মুম্বই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের পাশাপাশি ২০১৭ সালে কলকাতার হয়ে খেলেছেন তিনি। তবে বেশি সুযোগ পাননি। মুম্বাইয়ের হয়ে একবার আইপিএলও জিতেছেন এই অলরাউন্ডার। ৮১টি প্রথম শ্রেণির ম্যাচে ৩৭২৫ রান করেছেন ঋষি। নিয়েছেন ৩০৯টি উইকেটে। ১০৯টি লিস্ট এ ম্যাচে ২৩৮৫ রান করার পাশাপাশি ১৫৮টি উইকেট নিয়েছেন তিনি। ক্যারিয়ারে সব মিলিয়ে ১৩৫টি টি-টোয়েন্টি খেলেছেন ঋষি। করেছেন ১৭৪০ রান। নিয়েছেন ১১৮টি উইকেট।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/hp5j
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন