English

18 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫
- Advertisement -

ভারতের পেসার মোহাম্মদ শামিকে খুনের হুমকি

- Advertisements -

নাসিম রুমি: ভারতের তারকা পেসার মোহাম্মদ শামিকে খুনের হুমকি দেওয়া হয়েছে। চলতি আইপিএলের মাঝেই গত রবিবার ইমেইলের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়। এই ঘটনার পর শামির ভাই মোহাম্মদ হাসিব উত্তরপ্রদেশের আমরোহার সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেছেন।

ভারতের গণমাধ্যম জানিয়েছে, রাজপুত সিন্দার নামে এক ব্যক্তি খুনের হুমকি সম্বলিত ইমেইলটি পাঠিয়েছেন। স্বাভাবিকভাবেই শামির পরিবারের সদস্যেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। অভিযুক্ত ব্যক্তিও তাদের অচেনা। কী কারণে শামিকে খুনের হুমকি দেওয়া হয়েছে, সেটাও তারা বুঝতে পারছেন না। আমরোহার সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে বিএনএসের ৩০৮ (৪) ছাড়াও তথ্য প্রযুক্তি আইনের ৬৬ডি এবং ৬৬ই ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ ঘটনাটিকে খুবই গুরুত্বসহকারে নিয়েছে। আমরোহার এসপির নির্দেশে শুরু হয়েছে তদন্ত। সম্ভাব্য সবদিক খতিয়ে দেখা হয়েছে। এই মুহূর্তে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলতে ব্যস্ত শামি। তবে পারফর্মেন্স খুব একটা সুবিধার নয়। এখনও পর্যন্ত ৯ ম্যাচে শিকার করেছেন ৬ উইকেট। উল্লেখ্য, ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন শামি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/u499
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন