English

27.7 C
Dhaka
রবিবার, আগস্ট ৩, ২০২৫
- Advertisement -

‘ভুল সিদ্ধান্তে আইসিইউতে পাকিস্তানের ক্রিকেট’, দাবি আফ্রিদির

- Advertisements -

নাসিম রুমি: পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর মারাত্মক অভিযোগ আনলেন শহিদ আফ্রিদি। টি-২০ দলে শাদাব খানের অন্তর্ভুক্তি নিয়ে এবার সরব হলেন প্রাক্তন অধিনায়ক। পাকিস্তান ক্রিকেটের ভুলভাল সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। গত টি-২০ বিশ্বকাপের পর থেকে আর দলে সুযোগ পাননি। কিন্তু আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য শাদাবকে শুধু দলেই নেওয়া হয়নি, অধিনায়ক ঘোষণা করা হয়েছে। সলমন আলি আঘার ডেপুটি করা হয়েছে তাঁকে। এই প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘কিসের ভিত্তিতে আবার ওকে দলে নেওয়া হয়েছে? ঘরোয়া ক্রিকেটে ওর পারফরম্যান্স কী? কেন আবার ওকে নেওয়া হল? আমরা সবসময় প্রস্তুতির কথা বলি। ইভেন্ট এলেই আমরা ব্যর্থ হই। তারপর আমরা সেটা নিয়ে কাটাছেঁড়া করি। বিষয় হল, ভুল সিদ্ধান্তের জন্য পাকিস্তান ক্রিকেট আইসিইউতে চলে গিয়েছে।’

পাকিস্তান ক্রিকেট বোর্ডে স্থায়িত্বের অভাবের প্রসঙ্গ তোলেন প্রাক্তন তারকা। তিনি মনে করেন, পাকিস্তানের ক্রিকেটের পতনের এটা অন্যতম কারণ। আফ্রিদি বলেন, ‘বোর্ডের সিদ্ধান্ত এবং পলিসিতে কোনও ধারাবাহিকতা নেই। অধিনায়ক, কোচ এবং প্লেয়ার বদলাতেই থাকে। কিন্তু দিনের শেষে বোর্ড কর্তাদের কাজ নিয়ে কে প্রশ্ন তুলবে? অধিনায়ক এবং কোচের মাথার ওপর সর্বক্ষণ খাড়া ঝুললে কীভাবে আমাদের ক্রিকেট এগোবে?’ পিসিবির ক্রিকেট প্রধান মহসিন নকভির প্রশংসা করেন আফ্রিদি। তবে তিনি মনে করেন, বোর্ড প্রধানের ইচ্ছা থাকলেও ক্রিকেট নিয়ে পর্যাপ্ত ধারণা নেই। এই প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘ও ভাল করতে চায়। তবে দিনের শেষে, বাকিদের উপদেশের অপেক্ষা করে। আমি বলেছি, একসঙ্গে তিনটে চাকরি করা যাবে না। ওনাকে যেকোনও একটাতে ফোকাস করতে হবে। পিসিবির চেয়ারম্যান হওয়া ফুল টাইম চাকরি।’ পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যত নিয়ে চূড়ান্ত হতাশ প্রাক্তন অধিনায়ক।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1j7z
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন