English

31.6 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫
- Advertisement -

মানহানির মামলা, শোয়েব আখতারকে আইনি নোটিশ

- Advertisements -

নাসিম রুমি: বলের গতি যে ১০০ মাইল তোলা যায়, আন্তর্জাতিক ক্রিকেটে তা প্রথম করে দেখিয়েছেন শোয়েব আখতারই। গতির ঝড়ে ব্যাটসম্যানদের জীবন বিষিয়ে তোলা পাকিস্তান ফাস্ট বোলার কথাবার্তাতেও ঝড় তোলেন নিয়মিত। সেই ঝড় তুলতে গিয়েই এবার বিপদে পড়েছেন সাবেক এই ক্রিকেটার। তাঁর কথায় ‘অপমানিত’ হয়ে ১০০ কোটি রুপির মানহানি মামলার হুমকি দিয়েছেন পাকিস্তানের এক টিভি উপস্থাপক ও ক্রীড়া সাংবাদিক।

২৮ মে প্রচারিত তামাশা নামের একটি অনুষ্ঠানে ডক্টর নোমান নিয়াজ নামের সেই টিভি উপস্থাপককে নিয়ে কথা বলেন পিন্ডি এক্সপ্রেস। সেই অনুষ্ঠানে দ্য ডাগআউট নামের একটি অংশ আছে। সেখানে শোয়েব কোনো এক প্রসঙ্গে বলেন, ‘এই যে ডক্টর নোমান নিয়াজ, সে তো আমাদের ব্যাগ টানত। আমরা তাকে ওই কাজের জন্যই রেখেছিলাম।’

ব্যাপারটাকে হালকাভাবে নেননি নোমান নিয়াজ। শোয়েবের কথায় সম্মানহানি হয়েছে দাবি করে আইনি নোটিশও পাঠিয়েছেন। নোটিশে লেখা হয়েছে, ডক্টর নিয়াজের পেশাগত সম্মানহানির জন্য অসত্য, বানোয়াট, অনৈতিক ও মানহানিকর কথা বলেছেন শোয়েব।

পাকিস্তানের হয়ে ৪৬টি টেস্ট, ১৬৩টি ওয়ানডে ও ১৫টি টি–টোয়েন্টি খেলেছেন শোয়েব আখতাররয়টার্স

নোটিশে পাকিস্তানের ক্রিকেটের সঙ্গে ডক্টর নিয়াজের দীর্ঘদিনের পথচলার কথাও উল্লেখ করা হয়েছে। ডক্টর নিয়াজ যে পাকিস্তানের ক্রিকেট নিয়ে উইজডেনসহ দেশি-বিদেশি প্ল্যাটফর্মে সাড়ে তিন হাজারের বেশি লেখা লিখেছেন, সেটিই বলা আছে নোটিশে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/pvvg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন