English

29.2 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫
- Advertisement -

মুস্তাফিজকে আইপিএলে দুই ম্যাচ খেলার অনুমতি দিল বিসিবি

- Advertisements -

নাসিম রুমি: দিল্লি ক্যাপিটালস (ডিসি) মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে। অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের পরিবর্তে দিল্লি যাচ্ছেন তিনি। তবে জাতীয় দলের ম্যাচ থাকায় দিল্লির বাকি সব ম্যাচে খেলার অনুমতি পাচ্ছেন না কাটার মাস্টার মুস্তাফিজ। তাকে শেষ দুই ম্যাচে খেলার ছাড়পত্র দিচ্ছে বিসিবি।

বোর্ড পরিচালক ইফতেখার আহমেদ মিঠু বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে বলেন, ‘সে এরই মধ্যে জাতীয় দলের হয়ে খেলতে সংযুক্ত আরব আমিরাতে আছে। বোর্ডের নিয়ম অনুযায়ী, কেউ জাতীয় দলে থাকলে তাকে ছাড়পত্র দেওয়া হয় না। সে সিরিজ শেষ করে বাকি ম্যাচ খেলার ছাড়পত্র পাবে।’

বাংলাদেশ আগামী ১৭ ও ১৯ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। অন্য দিকে আইপিএলে দিল্লির ১৮ মে ম্যাচ আছে। যেটা মুস্তাফিজ খেলতে পারবেন না। তবে ২১মে মুম্বাই ইন্ডিয়ান্স ও ২৪ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলতে পারবেন তিনি।

দিল্লি আইপিএলের পয়েন্ট টেবিলে পাঁচে আছে। যার অর্থ তাদের প্লে অফে খেলার সুযোগ আছে তাদের। ২৯ ও ৩০ মে এবং ১ জুন হবে প্লে অফের তিন ম্যাচ। দিল্লি প্লে অফে গেলে মুস্তাফিজ সেখানে খেলার ছাড়পত্র পাবেন কিনা তা নিশ্চিত নয়। কারণ ২৭ মে থেকে আবার বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ আছে। মুস্তাফিজকে ওই সফরের দলে রাখা হতে পারে।

মুস্তাফিজের পুরো মৌসুমের বেতন ধরা হয়েছে ৬ কোটি রুপি। যেহেতু তিনি প্রাথমিকভাবে দুই ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। ওই দুই ম্যাচ থেকে প্রায় সাড়ে ৮৫ লাখ রুপি পাবেন তিনি। যা প্রায় ১ কোটি ২০ লাখ টাকার সমান।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/u8fe
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন