নিজের সেরা সময়টা অনেক আগেই পেছনে ফেলে এসেছেন মুস্তাফিজুর রহমান। বর্তমানে ধারাবাহিক না হলেও তাই বলে নিজের কাটার ও স্লোয়ারের সমন্বয়ে জাদুকরী পারফরম্যান্স দেখানো ভুলে যাননি বাঁহাতি পেসার। নিজের দিন ঠিকই প্রতিপক্ষের ব্যাটারদের বুকে ভয় ধরিয়ে দেন তিনি।
আগামীকাল কলম্বোয় ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে তাই মুস্তাফিজকে বিপজ্জনক মনে করছেন চরিত আসালাঙ্কা।
জানি, সে বিপজ্জনক হতে পারে।’ দুই দলের সর্বশেষ দেখায় সিরিজ জিতেছে বাংলাদেশ। গত বছর ঘরের মাঠে ২-১ ব্যবধানে শ্রীলঙ্কাকে হারায় বাংলাদেশ। নিজেদের মাঠে সেই হারের প্রতিশোধ সহজে পাবে কিনা শ্রীলঙ্কা এমন প্রশ্নের উত্তরে আসালাঙ্কা বলেছেন, ‘তা মনে করি না। প্রতিটা দলই আমাদের জন্য চ্যালেঞ্জের। বাংলাদেশও কঠিন প্রতিপক্ষ। সাম্প্রতিক সময়ে তারা অনেক ভালো ক্রিকেট খেলেছে। সর্বশেষ ওয়ানডে সিরিজ বাংলাদেশে খেলেছি, তারা জিতেছে। তাই এবারের সিরিজও আমাদের জন্য চ্যালেঞ্জিং হতে যাচ্ছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/kejw