গুঞ্জনটাই সত্যি হলো। বাংলাদেশ দলের বোলিং কোচ হলেন শন টেইট। অস্ট্রেলিয়ার সাবেক পেসারের নিয়োগের বিষয়টি আজ এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আন্দ্রে অ্যাডামসের বিদায় নিশ্চিত হওয়ার পর থেকেই টেইটের নাম বেশি উচ্চারিত হয়ে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে।
তারই আনুষ্ঠানিকতা আজ সেরেছে বিসিবি। আগামী ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ার সাবেক পেসারের সঙ্গে চুক্তি করেছে বিসিবি। চলতি মাস শেষে দলের সঙ্গে ৪২ বছর বয়সী কোচ যোগ দেবেন।
বাংলাদেশের হয়ে দায়িত্ব নেওয়ার আগে বেশ কটি জাতীয় দলের দায়িত্ব পালন করেছেন টেইট।
পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের দায়িত্ব পালন করা ছাড়াও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কোচিং ক্যারিয়ারও দীর্ঘ তার। নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি বিগ ব্যাশে তো করেছেনই সঙ্গে পাকিস্তান সুপার লিগ (পিএসএল), লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল), ইংলিশ কাউন্টিসহ বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) কাজ করেছেন।
সর্বশেষ বিপিএলে চিটাগাং কিংসের প্রধান কোচ ছিলেন টেইট। গত বছরের শুরুতে বাংলাদেশের বোলিং কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেও শেষে নিজের নাম সরিয়ে নেন অস্ট্রেলিয়ার হয়ে সব মিলিয়ে ৫৯ ম্যাচ খেলা টেইট।
এবার যুক্ত হতে পেরে খুশি হয়েছেন তিনি।
বাংলাদেশের কোচ হওয়ার বিষয়ে টেইট বলেছেন, ‘বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হওয়ার এখনই সঠিক সময়। সম্প্রতি অনেকবারই বলা হয়েছে, ফার্স্ট বোলারদের সঙ্গে তরুণ প্রতিভা সত্যি দারুণ। ফিল সিমন্সের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটা রোমাঞ্চকর এবং সামনের যাত্রার জন্য আমি মুখিয়ে আছি।’