এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। টুর্নামেন্টে এটি ছিল পাকিস্তানের বিপক্ষে ভারতের টানা দ্বিতীয় বড় জয়। তবে অনেক পাকিস্তানি সমর্থকের কাছে এই হার খুব একটা গুরুত্ব পায়নি।
তাদের একজন ছিলেন পাকিস্তানি পেসার হ্যারিস রউফের স্ত্রী মুজনা মাসুদ মালিক। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে ‘মিসেস হ্যারিস রউফ’ পরিচয়ে তুলে ধরা মুজনা ম্যাচ শেষে ইনস্টাগ্রাম স্টোরিতে এমন কিছু শেয়ার করেন, যা বিতর্ককে আরও উসকে দেয়।
মাঠে ভারতের কাছে হারলেও রউফের আচরণ ছিল আলোচনার কেন্দ্রে। বাউন্ডারির কাছে দাঁড়িয়ে ভারতীয় সমর্থকদের দিকে তিনি দেখান ‘৬-০’ ইশারা—যা পাকিস্তানের এক দাবি ঘিরে তৈরি, যেখানে বলা হয়েছিল অপারেশন সিঁধুর পর তারা নাকি ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছিল। এরপর রউফ বিমানের মতো ভেঙে পড়ার ভঙ্গি করে ভারতীয় দর্শকদের উদ্দেশে তিরস্কার ছুড়ে দেন। বিষয়টি দ্রুতই সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
এই উসকানির পেছনে ছিল ভারতীয় দর্শকদের ‘কোহলি, কোহলি’ স্লোগান—যা মনে করিয়ে দিচ্ছিল ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির ব্যাটে রউফের পরপর দুটি ছক্কার কথা। শুধু দর্শকের সঙ্গে নয়, ম্যাচ চলাকালীনও রউফের সংঘাত তৈরি হয়। ইনিংসের পঞ্চম ওভারে অভিষেক শর্মার সঙ্গে তর্কে জড়ান তিনি। পরে শুভমান গিলের সঙ্গেও বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায় তাকে।
এই ঘটনার পর রউফের পাশে দাঁড়ান তার স্ত্রী মুজনা। তিনি স্বামীর ‘৬-০’ ভঙ্গির ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে লেখেন—‘ম্যাচ হেরেছি, কিন্তু যুদ্ধে জিতেছি।’ যদিও দ্রুতই সেই পোস্টটি মুছে ফেলেন তিনি। সাধারণত ইনস্টাগ্রাম স্টোরি ২৪ ঘণ্টা পর্যন্ত থাকে, তবে মুজনার পোস্ট আগেই অদৃশ্য হয়ে যায়।