নাসিম রুমি: সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। এবার গতকাল রাতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টাইগারদের সাথে কোনো লড়াই না করেই হারল লঙ্কানরা। ৮৩ রানের বড় ব্যবধানে হারের পর অবশ্য বাংলাদেশি ক্রিকেটারদের প্রশংসা করতে ভুলেননি শ্রীলঙ্কার অধিনায় চারিথ আসালাঙ্কা৷
ম্যাচ শেষে লিটন-শামীমদের প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন লঙ্কান অধিনায়ক আসালাঙ্কা। সংবাদ সম্মেলনে আসালাঙ্কা বলেন, ‘গ্রেট ইনিংস খেলেছে শামীম। লিটন দাস দারুণ খেলেছে। তবে শেষ দিকে শামীম অসাধারণ একটি ইনিংস খেলেছে (জেম অব ইনিংস)।’
এ ছাড়া লিটনের ৭৬ রান করার পথে বারবার ক্যাচ মিস করা প্রসঙ্গে আসালাঙ্কা বলেন, ‘হ্যাঁ অবশ্যই (লিটনের ক্যাচ মিসে ম্যাচ হাতছাড়া হয়েছে)। এরকম ব্যাপার হতেই পারে। প্রথম ম্যাচে আমরা অনেক ভালো ফিল্ডিং করেছি। এই ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে কিছু চান্স মিস করেছি। পরের ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়াতে চাই।’
লঙ্কান অধিনায়ক আসালঙ্কা পরে জানালেন কোথায় হেরেছে দল, ‘আমরা হেরেছি খারাপ ব্যাটিং ও বাংলাদেশের দারুণ ফিল্ডিংয়ের কারণে। আমি আগেও বলেছি, খারাপ ব্যাটিংয়ের কারণেই আমরা ম্যাচটা হারিয়েছি, গুরুত্বপূর্ণ কিছু উইকেট পড়ে গেছে। এমন (মেন্ডিসের রানআউট) ঘটনা ক্রিকেটে হতেই পারে।’