নাসিম রুমি: লর্ডসে ইংল্যান্ডের কাছে ২২ রানে হেরে সিরিজে চাপে আছে ভারত। সিরিজে ফিরতে হলে ২৩ জুলাই হতে শুরু হতে যাওয়া ম্যানচেস্টার টেস্টে জয়ের বিকল্প নেই ভারতের। এর মধ্যেই একের পর এক চোটে ভোগাচ্ছে দলকে। লর্ডসে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পেয়েছিলেন ঋষভ পন্ত। যদিও অধিনায়ক শুভমান গিল জানিয়েছেন, পন্ত খেলবেন। তবে এবার নতুন করে অনুশীলনে চোট পেয়েছেন পেসার অর্শদিপ সিং।
বৃহস্পতিবার ম্যানচেস্টারে ভারতের প্রথম অনুশীলনের সময় সাই সুদর্শনের একটি শট থামাতে গিয়ে বাঁ হাতে আঘাত পান অর্শদিপ। আঙুল কেটে যাওয়ায় তাৎক্ষণিকভাবে ব্যান্ডেজ বাঁধা হয় এবং এরপর আর বোলিং করেননি তিনি। চোটের বিষয়ে ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেশাটে বলেন, ‘সাইয়ের শট আটকাতে গিয়ে অর্শদিপের আঙুল কেটে গেছে। কতটা গুরুতর সেটা পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনে সেলাই দেওয়া হতে পারে।’
এখনও পর্যন্ত চলমান সিরিজে একটি ম্যাচেও খেলা হয়নি অর্শদিপের। তবে বুমরাহ ও সিরাজের খেলা নিয়ে অনিশ্চয়তা থাকায় এবার অভিষেক হয়ে যেতে পারে বাঁহাতি এই পেসারের।
বুমরাহকে সিরিজে সীমিত ব্যবহার করার পরিকল্পনা ছিল টিম ম্যানেজমেন্টের। বলা হয়েছিল, দুটির বেশি টেস্ট খেলানো হবে না তাকে। অন্যদিকে মোহাম্মদ সিরাজকে তৃতীয় টেস্টে খেলতে দেখা গেলেও পেশিতে টান অনুভব করছিলেন তিনি। ফলে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে। এ অবস্থায় অর্শদিপ ফিট না থাকলে বুমরাহকে ফের মাঠে নামাতে হতে পারে।
অনেকেই মনে করেন, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে চতুর্থ টেস্টে খেলা উচিত বুমরাহর। পরের টেস্টের আগে আট দিনের বিরতি রয়েছে। যা রিকভারির জন্য যথেষ্ট। একইসঙ্গে জানান, ভারত এই টেস্ট হেরে গেলে শেষ টেস্টের কোনও গুরুত্ব থাকবে না।