English

29 C
Dhaka
বৃহস্পতিবার, মে ৮, ২০২৫
- Advertisement -

‘যদি সেজদা দিতে চাই, কে আটকাবে আমাকে?: মোহাম্মদ শামি

- Advertisements -

নাসিম রুমি: প্রথম চার ম্যাচ খেলা হয়নি, তবু বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন মোহাম্মদ শামি। ৭ ম্যাচেই ২৪ উইকেট পেয়েছেন। ৫৫ উইকেট নিয়ে বিশ্বকাপ ইতিহাসের শীর্ষ পাঁচ উইকেটশিকারিদের তালিকায় ঢুকে গেছেন শামি।

এমন পারফরম্যান্সের পরও তাঁকে ঘিরে অনেক বাজে কথা রটেছে। ছড়ানোর চেষ্টা হয়েছে সাম্প্রদায়িকতার বিষ। বিশেষ করে বিভিন্ন মিডিয়ায় পাকিস্তানিরা শামিকে ঘিরে যেসব খবর ছড়িয়েছে, তা ছিল আপত্তিকর। অবশেষে শামি এ নিয়ে কথা বলেছেন।

বিশ্বকাপে তিন ম্যাচে পাঁচ উইকেট পেয়েছেন শামি। এর মধ্যে একবার উদ্‌যাপন করতে মাটিতে বসে পড়েছিলেন। পাকিস্তানের কিছু সংবাদমাধ্যম দাবি করেছিল, মুসলমান শামি সেজদা দিতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ভয় পেয়ে নিজেকে আটকেছেন।

এর আগেও মুসলিম বলে ভারতীয় কিছু সমর্থকের কাছে হেনস্থার শিকার হতে হয়েছে শামিকে। সামাজিক যোগাযোগমাধ্যমের সেসব ঘটনার পর সেজদা দিতে ভয় পাওয়ার খবর ছড়িয়ে পড়া সাম্প্রদায়িকতা উসকে দেওয়ার চেষ্টা বলেই মনে করা হচ্ছিল।

শামি তাই এসব কথাবার্তাকে উড়িয়ে দিয়েছেন, ‘যদি সেজদা দিতে চাই, কে আটকাবে আমাকে? আমার যদি ইচ্ছা হয়, আমি সেজদা দেব। এতে কী সমস্যা? আমি একজন মুসলমান। আমি গর্বের সঙ্গে বলি আমি একজন মুসলমান এবং একজন ভারতীয়। এতে কী সমস্যা?’

এরপর পাকিস্তানি সংবাদমাধ্যমের উদ্দেশ্যে বার্তা ছুড়ে দিয়েছেন, ‘আমার যদি কোনো সমস্তা হতো আমি তো ভারতে থাকতাম না। সেজদা দিতে যদি কারও অনুমতি নেওয়া লাগে তাহলে কেন আমি এখানে থাকব।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন