English

24 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
- Advertisement -

রশিদ-নবীদের লাগাম টানছে আফগান বোর্ড!

- Advertisements -

আইপিএল, বিগ ব্যাশসহ বিশ্বের বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে আফগানিস্তানের ক্রিকেটারদের চাহিদা ব্যাপক। রশিদ খান, মোহাম্মদ নবী ও মুজিব-উর-রহমানরা প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগই মাতিয়ে চলেছেন। তবে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার কারণে নেতিবাচক প্রভাব পড়ছে দেশটির ঘরোয়া ক্রিকেটে। তাই ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে আফগানদের এভাবে অবাধ বিচরণে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে দেশটির বোর্ড।

সারাবছর বাইরের লিগে খেলে বেড়ানোয় স্থানীয় ক্রিকেটাররা আন্তর্জাতিক তারকাদের সান্নিধ্য থেকে বঞ্চিত হচ্ছে। তাই তারকা ক্রিকেটারদের লাগাম টেনে ধরার পরিকল্পনা হাতে নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি।

সম্প্রতি ১৪ সদস্য বিশিষ্ট একটি টেকনিক্যাল কমিটি গঠন করেছে এসিবি। তারা দেশের ক্রিকেটীয় কাঠামো পর্যবেক্ষণ ও পুনর্বিবেচনা করে নতুন পরিকল্পনা সুপারিশ করেছে। এরই মধ্যে কয়েক দফায় আলোচনায়ও বসেছে তারা। এই টেকনিক্যাল কমিটির সদস্য রাইস আহমেদজাই বলেন, ‘আমাদের পরিকল্পনা হলো বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে শীর্ষ ক্রিকেটারদের ঘরোয়া টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়ে আলোচনা করা। খেলোয়াড়দের অবাধে বিদেশি লিগ খেলার ওপর হয়তো নিষেধাজ্ঞা বসাবে এসিবি।’

তিনি আরো জানান, ‘খেলোয়াড়দেরকে বছরে তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অনুমতি দেওয়া হবে। তারা কোন তিনটি খেলবে সেটি তাদের নিজস্ব সিদ্ধান্তই হবে। এছাড়া টেস্ট দলে সুযোগ পাওয়ার জন্য ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট খেলা বাধ্যতামূলক করা হবে।’

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন