প্রথমবারের মতো বিদেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গেছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। আর অভিষেক ম্যাচেই আলো ছড়ালেন তিনি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই শিকার করলেন ৩ উইকেট। এর মধ্যে রাইলি রুশোর গুরুত্বপূর্ণ উইকেটও আছে। স্বাভাবিকভাবেই রিশাদের প্রশংসায় পঞ্চমুখ দলের ক্রিকেটাররা।
লাহোরের অধিনায়ক শাহিন আফ্রিদি রিশাদের প্রশংসা করে বলেন, ‘আজ যখন আমরা রিশাদকে বেছে নিলাম…আমরা এমন একজন বোলারকে নিতে চেয়েছিলাম যে মাঝের ওভারগুলোতে উইকেট এনে দিতে পারবে। দুর্ভাগ্যজনকভাবে ডেভিড ভিসা সেটি পারেনি, রিশাদই ছিল আমাদের সেরা পছন্দ, যেহেতু আসিফ আফ্রিদি নতুন বলে বল করছিল।’
দলের ব্যাটারদের প্রশংসা করতেও ভোলেননি শাহিন, ‘(জয়ে) দলের সবার কৃতিত্ব। প্রথম ম্যাচটি সবসময়ই কঠিন কারণ আমাদের কিছু জিনিস মানিয়ে নিতে হয়। গত ম্যাচে বল নিচু হয়ে আসছিল। পরে বল করে ম্যাচ জেতা আমাদের বড় শক্তি। ফখর (জামান) এবং (স্যাম) বিলিংসকে কৃতিত্ব দিতেই হয়।’
ম্যাচের পর সতীর্থ ড্যারিয়েল মিচেলের সঙ্গে আলাপচারিতায় জয়ের পেছনে রিশাদের কৃতিত্ব তুলে ধরে বিলিংস বলেন, ‘আমাদের দারুণ কিছু দক্ষ বোলার আছে।…আমার মনে হয় রিশাদ এসে যেভাবে খেলেছে সেটা দারুণ, অসাধারণ বল করেছে সে। বল স্পিন করাতে চেয়েছে রিশাদ। এই ফরম্যাটে (টি-টোয়েন্টি) রিস্ট স্পিন খুব গুরুত্বপূর্ণ। তার গুরুত্বপূর্ণ উইকেট রাইলি রুশো, খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। আমি তার জন্য খুব খুশি।’