English

22 C
Dhaka
শনিবার, নভেম্বর ২২, ২০২৫
- Advertisement -

রেকর্ড গড়ার সুযোগ পেলেন না মুশফিক, যা বললেন আশরাফুল

- Advertisements -

আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নিজের শততম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে সেঞ্চুরি করে আগেই রাঙিয়েছিলেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। দ্বিতীয় ইনিংসেও তিনি হাঁটছিলেন বিরল এক রেকর্ডের পথে।

অস্ট্রেলিয়ার ক্রিকেটার রিকি পন্টিংয়ের পর ইতিহাসের দ্বিতীয় ব্যাটার হিসেবে শততম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির হাতছানি ছিল তার সামনে। কিন্তু ব্যক্তিগত ৫৩ রানে অপরাজিত থাকতেই বাংলাদেশ ইনিংস ঘোষণা করায় সেই কীর্তি গড়া হলো না মুশফিকের।

তবে সেঞ্চুরির সুযোগ না দিয়ে ইনিংস ঘোষণা করায় ক্রিকেটপ্রেমীদের মনে নানা প্রশ্ন জেগেছে। দিন শেষে সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তার ভাষায়, ‘যেহেতু এটা একটা টিম গেম, এখানে ব্যক্তিগত জিনিস চিন্তা করে না। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি, ব্যক্তিগত পারফরম্যান্স করলেই দলের পারফরম্যান্সটা হয়। কিন্তু এমন একটা পরিস্থিতি ছিল যে আমাদের ইতিমধ্যে ৫০০ রান হয়ে গেছে এবং আমরা বিশ্বাস করি, আয়ারল্যান্ডের ১০টা উইকেট নিতে আমাদের যেই ওভারটা ছিল, তা দরকার।’

ইনিংস ঘোষণার টাইমিং নিয়ে আশরাফুল আরও খোলাসা করেন। তিনি, হ্যাঁ, চাইলে আরও এক ঘণ্টা খেলানো যেত। কিন্তু জিনিসটা সুন্দর লাগত না স্পিরিট অব ক্রিকেটে। হয়তো এ কারণেই ম্যানেজমেন্ট এমন সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু মুমিনুল কাছাকাছি ছিল (সেঞ্চুরির কাছাকাছি), তাকে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সে করতে পারেনি। সেই কারণেই খেলা আর দীর্ঘায়িত করা হয়নি।

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। মিরপুর টেস্টের চার দিন শেষে বড় ব্যবধানে এগিয়ে টাইগাররা। ৫০৯ রানের বিশাল লক্ষ্যে আয়ারল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ১৭৬ রান।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/gwex
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন