English

31.4 C
Dhaka
রবিবার, জুলাই ৬, ২০২৫
- Advertisement -

শচীনকে আজীবন সম্মাননা দেবে বিসিসিআই

- Advertisements -

নাসিম রুমি: ভারতেই শুধু নয়, বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকার। এই ব্যাটিং গ্রেট ক্রিকেটে অসামান্য অবদান রাখায় তার স্বীকৃতি পেতে যাচ্ছেন। আগামীকাল শনিবার বিসিসিআইর বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে কর্নেল সিকে নাইড়ু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড হাতে নেবেন।

শচীন দীর্ঘদিন ধরে ক্রিকেট দুনিয়া দাপিয়ে বেড়িয়েছেন। তার কৃতিত্বের প্রতি সম্মান জানিয়ে ক্রিকেট কিংবদন্তিকে এই সম্মান দেওয়া হবে।

বিসিসিআইর একটি সূত্র সংবাদমাধ্যমকে বলেছেন, ‘হ্যাঁ, শনিবার শচীনকে পুরস্কারে সম্মানিত করা হবে। সময় এসেছে এই সম্মান পাওয়ার। তিনি ভারতীয় ক্রিকেটের জন্য যা করেছেন, সেই জন্য এই সম্মান দেওয়া হচ্ছে। আমরা ওকে সিকে নাইড়ু পুরস্কার দেবো।’

ভারতের প্রথম অধিনায়ক সিকে নাইড়ুর নামে ১৯৯৪ সালে প্রবর্তিত হওয়া এই পুরস্কার ৩১তম ব্যক্তি হিসেবে নিতে যাচ্ছেন শচীন। ১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে মাত্র ১৬ বছরে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল তার। তারপর খেলেছেন দুই দশকেরও বেশি সময়। ২০০ টেস্ট ও ৪৬৩ ওয়ানডে ম্যাচ খেলে হয়েছেন ইতিহাসের শীর্ষ ব্যাটার। টেস্টে ১৫ হাজার ৯২১ রান এবং ওয়ানডেতে ১৮ হাজার ৪২৬। একটি টি-টোয়েন্টিও খেলেছেন শচীন, ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সংস্করণে ভারতের প্রথম ম্যাচে।

সবশেষ ভারতের সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রী ও কিংবদন্তি উইকেটরক্ষক-ব্যাটার ফারুখ ইঞ্জিনিয়ারকেও লাইফটাইম অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেছে বিসিসিআই।

শচীনের সঙ্গে এদিন পুরস্কার মঞ্চে উঠবেন আইসিসির বর্ষসেরা ক্রিকেটার জসপ্রীত বুমরা। ২০২৩-২৪ এ সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের স্বীকৃতি হিসেবে এই পেসার পাবেন পলি উমরিগার অ্যাওয়ার্ড। মেয়েদের ক্যাটাগরিতে সেরার পুরস্কার দেওয়া হবে স্মৃতি মান্ধানাকে।

গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া রবিচন্দ্রন অশ্বিনকে দেওয়া হবে বিশেষ পুরস্কার।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/phm6
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন