আজ থেকে শুরু হচ্ছে উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ বা মেয়েদের আইপিএল। এবারই প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টুর্নামেন্টটি। মোট তিনটি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে।
বাংলাদেশ থেকে এবার অংশ নিচ্ছেন জাতীয় দলের পেসার জাহানারা আলম এবং অলরাউন্ডার সালমা খাতুন। গত আসরের মতো এবারও জাহানারা খেলছেন ভেলোসিটির হয়ে। আর প্রথমবার খেলতে যাওয়া সালমা খাতুন খেলবেন ট্রেইলব্লেজার্সের হয়ে।
আজ প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন সুপারনোভাস মুখোমুখি হবে জাহানারা আলমের ভেলোসিটির। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
এদিকে, বৃহস্পতিবার মাঠে নামবে সালমার ট্রেইলব্লেজার্স এবং জাহানারার ভেলোসিটি।
৯ নভেম্বর অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টার ফাইনাল। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/hnzt
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন