English

27.7 C
Dhaka
রবিবার, আগস্ট ৩, ২০২৫
- Advertisement -

শেয়ার কারসাজির দায়ে সাকিব আল হাসানের ২.২৬ কোটি টাকা জরিমানা

- Advertisements -

নাসিম রুমি: শেয়ারবাজারে তালিকাভুক্ত আলোচিত কোম্পানি সোনালী পেপারের শেয়ার দাম কারসাজির জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে ২ কোটি ২৬ কোটি টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কমিশনের এপ্রিল মাসের এনফোর্সমেন্ট অ্যাকশন রিপোর্ট অনুসারে, পর পর দুই পর্যায়ে সোনালী পেপারের শেয়ার সমন্বিত কারসাজির জন্য সাকিব আল হাসানসহ ১৩ জনকে মোট ২৯ কোটি টাকা জরিমানা করেছে বিএসইসি।

জরিমানার তালিকায় আরও রয়েছেন—আবুল খায়ের হিরু, কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাতবর, ডিআইটি কো-অপারেটিভ, কাজী ফুরিদ হাসান, কাজী ফুয়াদ হাসান, কনিকা আফরোজ, সাজেদ মাতবর, মোহাম্মদ বাশার, মোনার্ক হোল্ডিংস, মোনার্ক হোটেল অ্যান্ড রিসোর্টস, সফটভিয়ন এবং জাভেদ এ মতিন।

শেয়ার কারসাজি ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২৮ অক্টোবরের মধ্যে এবং একই বছরের ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে হয়েছে। এই সময়ের মধ্যে সোনালী পেপারের শেয়ারের দাম ১২৬ শতাংশ বেড়ে ৯৫৭ টাকা ৭০ পয়সায় তোলা হয়। সিন্ডিকেটটি ৩৩ কোটি ৬৩ লাখ টাকা রিয়েলাইজড মুনাফা অর্জন করেছে বলে জানা গেছে এবং অতিরিক্ত ৫৫ কোটি টাকা আন-রিয়ালাইজড মুনাফা করেছে।

বিএসইসির তদন্তে প্রমাণ মিলেছে, একাধিক ব্যক্তি সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে শেয়ারমূল্য কৃত্রিমভাবে বাড়াতে একটি সিন্ডিকেট গঠন করেছিল।

কমিশনে জমা দেওয়া এক লিখিত বিবৃতিতে আবুল খায়ের হিরু সাকিব আল হাসানের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বলেন, “এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এটি ইচ্ছাকৃত ছিল না, বরং অজ্ঞতার কারণে হয়েছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ভবিষ্যতে শেয়ার লেনদেনের ক্ষেত্রে আমি আরও সতর্ক থাকব।”

The short URL of the present article is: https://www.nirapadnews.com/c24s
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন