English

26.5 C
Dhaka
সোমবার, জুলাই ৭, ২০২৫
- Advertisement -

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে সমতায় ফিরে যা বললেন অধিনায়ক মিরাজ

- Advertisements -

নাসিম রুমি: গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজের প্রথম ম্যাচে ওয়ানডে অভিষেক হয়েছিল তানভীর ইসলামের। অভিষেকেই দারুণ বোলিং করেছিলেন। এবার দ্বিতীয় ম্যাচেই পেলেন ফাইফার। এই অফ স্পিনারের প্রথম ফাইফারে সিরিজের সমতায় ফিরেছে বাংলাদেশ দল।

তবে ১৭০ রানে ৮ উইকেট হারানোর পর দলের হাল ধরেন জানিথ লিয়ানাগে। পরে দলীয় ২২৮ রানে থাকা অবস্থায় ৭৮ রান করে বিদায় নেন তিনি মুস্তাফিজুর রহমানের বলে ক্যাচ আউট হয়ে। এরপর ৪ রান করতেই দলীয় ২৩২ রানে শেষ উইকেটের পতন ঘটে যায় শ্রীলঙ্কার। ফলে ১৬ রানের জয় তুলে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ দল।

এমন জয়ের পর বেশ খুশিই থাকার কথা বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে। হয়েছেনও। কারণ সংবাদ সম্মেলনে তিনি ছিলেন বেশ হাস্যোজ্জ্বল। তার আগে অবশ্য কথা বলেছেন পুরস্কার বিতরণী মঞ্চেও।

সেখানে ম্যাচ নিয়ে মিরাজ বলেন, ২৪০ রান তাড়া করা কঠিন ছিল দ্বিতীয় ইনিংসে ব্যাট করা। তবে আমরা বিশ্বাস করেছিলাম যে ২৪৮ রান আমরা ডিফেন্ড করতে পারব। সবাই দারুণ খেলেছে, যখন উইকেট দরকার তখন এনে দিয়েছে। আমি তানভীরকে বলেছিলাম আমাদের উইকেট দরকার। সঙ্গে সব বোলারকে পজিটিভ চিন্তা করতে বলেছিলাম কারণ আমাদের উইকেট দরকার। এছাড়া আমরা জিততে পারব না।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/bj83
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন