নাসিম রুমি: আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া সাকিব আল হাসান বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে ফরম্যাটটিতে ১০০০ রান এবং ১০০ উইকেটের বিশ্বরেকর্ড গড়েছিলেন। এতদিন ওই কীর্তিতে বাংলাদেশের সাবেক অধিনায়কের পাশে আর কারও নাম ছিল না। বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সেই রেকর্ডে নাম লেখালেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবি।
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে গতকাল (মঙ্গলবার) পাকিস্তানকে ১৮ রানে হারিয়েছে আফগানিস্তান। যেখানে মোহাম্মদ নবি ৪ ওভারে মাত্র ২০ রান খরচায় ২ উইকেট শিকার করেন। যদিও ব্যাট হাতে এদিন কিছু করতে পারেননি অভিজ্ঞ এই তারকা। তবে তার প্রয়োজন ছিল একটি উইকেট। ২ শিকারে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নবির বর্তমান উইকেটসংখ্যা ১০১।
যদিও ব্যাট হাতে আগেই দুই হাজার রান পেরিয়েছিলেন ৪০ বছর বয়সী এই অলরাউন্ডার। কালকের ম্যাচ শেষে জাতীয় দলের জার্সিতে নবির রান ২২৪৬, উইকেট ১০১টি। বল-ব্যাটে যৌথ এই কীর্তি গড়তে ১৩৫টি টি-টোয়েন্টি খেলেছেন নবি। অন্যদিকে, অবসরের আগে সাকিব আন্তর্জাতিক ক্যারিয়ারে ১২৯ টি-টোয়েন্টিতে ২৫৫১ রান এবং ১৪৯ উইকেট শিকার করেছেন।