ভারতের কিংবদন্তি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবার ক্রিকেট নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যমের একটি রসিক পোস্ট দিয়ে ব্যাপক আলোচনায়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) তিনি এক্সে (পূর্বে টুইটার) অভিনেত্রী সানি লিওন এবং চেন্নাইয়ের সাধু স্ট্রিট–এর ছবি কোলাজ করে শেয়ার করেন। পোস্টটি দেখেই অনেকে প্রথমে বিভ্রান্ত হলেও ক্রিকেটভক্তরা দ্রুতই ধরতে পারেন তার মূল উদ্দেশ্য।
অশ্বিনের এই কৌতুকপূর্ণ পোস্টটি ছিল তামিলনাড়ুর তরুণ অলরাউন্ডার সানি সাধুকে উদ্দেশ্য করে। সানি লিওন + সাধু স্ট্রিট = সানি সাধু, এই নামের মিলকে কেন্দ্র করেই অশ্বিনের মজার পোস্ট।
সম্প্রতি সৈয়দ মুশতাক আলি ট্রফিতে অভিষেক হয় ২২ বছর বয়সী এই ক্রিকেটারের। ৮ ডিসেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সৌরাষ্ট্রের বিপক্ষে নেমেই ৯ বলে ৩০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।
সাই সুদর্শনের (১০১*) সঙ্গে ৩৭ রানের জুটি গড়ে তামিলনাড়ুকে জয় এনে দেন এই তরুণ অলরাউন্ডার।
ক্রিকেটভক্তদের মতে, অশ্বিনের এই পোস্ট ছিল সানি সাধুকে উৎসাহ দেওয়ার উপায়। তিনি ইতোমধ্যে আইপিএল ২০২৬ মিনি নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন, যেখানে তার বেস প্রাইস ৩০ লাখ রুপি।
অশ্বিনের আলোচিত পোস্টে তার নাম ঘুরে বেড়ানোয় তাকে নিতে আরও ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখাতে পারে বলে ধারণা ক্রিকেট বিশ্লেষকদের।
লিগ পর্ব শেষ হয়েছে সোমবার। সুপার লিগে জায়গা পেয়েছে: গ্রুপ A: মুম্বাই, অন্ধ্র, গ্রুপ B: হায়দরাবাদ, মধ্যপ্রদেশ, গ্রুপ C: পাঞ্জাব, হরিয়ানা,গ্রুপ D: রাজস্থান, ঝাড়খণ্ড।
আইপিএলের নিলামে বাংলাদেশের ৭ ক্রিকেটার, বাদ সাকিব এখন দলগুলো দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে সুপার লিগ রাউন্ড। দুই গ্রুপের শীর্ষ দুই দল ১৮ ডিসেম্বর পুনেতে ফাইনালে মুখোমুখি হবে।
