English

26.1 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫
- Advertisement -

সৈকতকে প্রশংসায় ভাসালেন হার্শা ভোগলে

- Advertisements -

এজবাস্টনে ইংল্যান্ড বনাম ভারত হাই-ভোল্টেজ দ্বৈরথে আবারও আলোচনায় বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনায় নিজের অসাধারণ কীর্তি দেখাচ্ছেন আইসিসির এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি এই আম্পায়ার।

এজবাস্টন টেস্টে অসাধারণ আম্পায়ারিংয়ে এখন প্রশংসা কুড়াচ্ছেন সৈকত। ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলেও দারুণ খুশি সৈকতের আম্পায়ারিংয়ে। এজবাস্টন টেস্টে ইংল্যান্ডকে ৩৩৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ভারত। হাই-ভোল্টেজ ম্যাচটিতে বেশ কিছু সঠিক সিদ্ধান্ত দিয়ে নজর কেড়েছেন শরফুদ্দৌলা সৈকত।

ম্যাচে মোট ১০ বার সৈকতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নেওয়া হয়। এর মধ্যে মাত্র ২ বার সৈকতের সিদ্ধান্ত বদল করতে হয়েছে। বাকি ৮ বারই সঠিক ছিল। চাপের মুহূর্তে বারবার সঠিক সিদ্ধান্ত দিয়ে গেছেন সৈকত। ম্যাচে এমন দুর্দান্ত আম্পায়ারিংয়ের ফলে সৈকতকে প্রশংসায় ভাসিয়েছেন ধারাভাষ্যকার হার্শা ভোগলে।

ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) এক বার্তা দিয়ে হার্শা লিখেছেন, ‘এই ম্যাচে আম্পায়ারিং দুর্দান্ত হয়েছে। আপনি ক্রিস গ্যাফেনির কাছ থেকে স্ট্যান্ডার্ড আম্পায়ারিং প্রত্যাশা করবেন তবে শরফুদ্দৌলা সৈকত ছিলেন দুর্দান্ত।’

টেস্টের পঞ্চম দিনে গতকাল (রোববার) ইংলিশ অধিনায়ক বেন স্টোকসকে সৈকতকে আউট দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বইছে প্রশংসার ঝড়। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৪১তম ওভারে ওয়াশিংটন সুন্দরের করা বলে এলবিডব্লিউ হন স্টোকস। শুরুতে দেখে স্টোকসের প্যাডে নাকি ব্যাটে আগে বল লেগেছে তা বোঝা যাচ্ছিল না। তবে সুন্দর আউটের আবেদন করলে আম্পায়ার সৈকত আউট দেন। স্টোকস বেশ অবাক হন, রিভিউও নেন। টিভি রিপ্লেতে দেখা যায় সৈকতই ছিলেন সঠিক, স্টোকস ছিলেন আউট। এর আগেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সৈকতের পক্ষে ছিল।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zrqp
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন