English

27.1 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫
- Advertisement -

সোবার্স-গাভাস্কারের রেকর্ড এখন শুবমান গিলের দখলে

- Advertisements -

নাসিম রুমি: উইকেটে ঘাস, মেঘাচ্ছন্ন আকাশ, লাঞ্চের আগেই দুই ভারতীয় ওপেনারের সাজঘরে ফেরা এবং দু’দফা বৃষ্টি-সব মিলিয়ে দ্য গতকাল ওভাল টেস্টের প্রথমদিন টস হেরে ব্যাট করতে নামা ভারতের শুরুটা স্বস্তিদায়ক হয়নি। এ নিয়ে তিন সংস্করণ মিলিয়ে টানা ১৫ বার টস হারল ভারত। গিল এই টেস্ট সিরিজে পাঁচবারই টস হারলেন।

শুরুতেই গাস অ্যাটকিনসনের বলে আউট যশস্বী জয়সওয়াল (২)। আম্পায়ার আউট দেননি। রিভিউ নিয়ে সফল হয় ইংল্যান্ড। ১০ রানে ভারত প্রথম উইকেট হারায়। দ্বিতীয় উইকেট লোকেশ রাহুলের। ওকসের বলে প্লেড অন হন রাহুল (১৪)। সিরিজে এ নিয়ে তৃতীয়বার রাহুলকে আউট করলেন ওকস। লন্ডনের অননুমেয় বৃষ্টি যখন প্রথমবার খেলা থামিয়ে দেয়, ভারত তখন ৭২/২। অধিনায়ক শুবমান গিল ১৫ এবং সাই সুদর্শন ২৫। দুজনই নটআউট। বৃষ্টির দরুন মধ্যাহ্নভোজ এগিয়ে আনা হয়।

তার আগে গ্যারি সোবার্স ও সুনীল গাভাস্কারের দুটি রেকর্ড ভেঙে দেন গিল। ১৯৬৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে ৭২২ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার সোবার্স। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম চারটি টেস্টে গিলও করেন ৭২২ রান। বৃহস্পতিবার ওভালে এক রান করতেই তার রান হয় ৭২৩। গড়ে ফেলেন নতুন রেকর্ড।

গাভাস্কারেরও একটি রেকর্ডও ভাঙেন গিল। ভারত অধিনায়ক হিসাবে এক টেস্ট সিরিজে সবচেয়ে বেশি রান করার নজির এখন গিলের। ১৯৭৮-৭৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৩২ রান করেছিলেন ভারতের সে সময়ের অধিনায়ক গাভাস্কার। এদিন ১১ রান করার সঙ্গে সঙ্গে এই সিরিজে গিলের রান হয় ৭৩৩*। পরে খেলা শুরু হলে আর মাত্র ছয় রান করে রানআউট হন ভারত অধিনায়ক। দ্বিতীয় দফা বৃষ্টির বাধায় খেলা বন্ধ থাকে এক ঘণ্টারও বেশি।

এক টেস্ট সিরিজে ভারত অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি রান।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/a3ka
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন