English

27 C
Dhaka
রবিবার, মে ১৯, ২০২৪
- Advertisement -

স্ত্রীসহ আক্রমণের শিকার শামসি, ধুয়ে দিলেন ভারতীয়দের

- Advertisements -

চলতি মাসের ১২ তারিখের ঘটনা। দক্ষিণ আফ্রিকার গেবরাহাতে চলছিল ভারতের বিপক্ষে স্বাগতিকদের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। ওইদিন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে আউট করেই পরিচিত উদযাপন জুতা খুলে ফোন করার ভঙ্গিতে কানে ধরেন প্রোটিয়া স্পিনার তাবরিজ শামসি। যে কারণে অনলাইনে ভারতীয়দের আক্রমণের শিকার হয়েছেন তিনি। বাদ দেওয়া হয়নি তার স্ত্রীকেও।

সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শামসি। তার এই উদযাপন কাউকে ছোট করার জন্য নয় বলেও উল্লেখ করেন প্রোটিয়া এই চায়নাম্যান স্পিনার।

Advertisements

জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে শামসি বলেন, ‘মানুষ (ভারতীয় সমর্থকরা) এটিকে নেতিবাচকভাবে নিয়েছে। তারা ভেবেছে, এটি অসম্মানজনক। আমাকে অনেক গালাগালি করা হয়েছে। সবচেয়ে বাজেভাবে এটা করা হয়েছে। আমার স্ত্রীকে উদ্দেশ্য করেও গালাগালি করা হয়েছে। এটিকে কোনোভাবেই আমি ভালো বলতে পারছি না। এটা অযাচিত। শুধু খেলোয়াড়কে আক্রমণ করলেও একটি কথা ছিল, কিন্তু পরিবারকে জড়িয়ে বাজে কথা বলা মাত্রা ছাড়িয়ে যায়।’

শামসি অন্যান্য খেলোয়াড়দেরও সামাজিক যোগাযোগমাধ্যমে হওয়া ট্রল নিয়ে সোচ্চার হতে বলেন। বিষয়টি নিয়ে কেউ যাতে চুপ না থাকে সেটির ওপরও জোর দেন এই স্পিনার।

Advertisements

ভারতীয়দের উদ্দেশে শামসি বলেন, ‘আমার মনে হয়, খেলোয়াড়রা যদি এটি সম্পর্কে কিছু না বলে তাহলে তারা (গালাগালি করার) ফ্রি লাইসেন্স পেয়ে যায়। আরও লোককে কথা বলতে হবে এবং বলতে হবে যে এটি ঠিক নয়। হ্যাঁ, আমরা যথাসাধ্য চেষ্টা করছি। আপনার দল নাও জিততে পারে বা আপনি কিছু জিনিসের সঙ্গে একমত নাও হতে পারেন। কিন্তু আপনাকে মানুষের মতো আচরণ করতে হবে। পশুর মতো চলতে পারেন না আপনি।’

উদযাপন নিয়ে এর আগে শামসি বলেছিলেন, ‘আমি বাইরের মাঠে এই উদযাপন করি কিন্তু বাচ্চারা বারবার এটি করতে বলছিল আমাকে। তাই তাদের হতাশ করতে পারিনি। ভারতের বিপক্ষে চাপের মুহূর্তে ভালো করতে পারা আনন্দের।’

সেই ম্যাচে ৪ ওভারে ১৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন শামসি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ড্র হয়েছিল ১-১ ব্যবধানে। তবে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় ভারত। বর্তমানে লাল বলের ক্বলের ক্রিকেট টেস্টে প্রতিদ্বন্দ্বিতা করছে দুই দল।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন