English

27.6 C
Dhaka
শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫
- Advertisement -

হঠাৎ ঢাকায় ক্রিকেটার বুলবুল

- Advertisements -

নাসিম রুমি: হঠাৎ করেই যেন দেশে এসেছেন ক্রিকেট তারকা, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। কেন হঠাৎ দেশে আসলেন সাবেক এ জনপ্রিয় ক্রিকেটার? তবে কি বিসিবি সভাপতি হওয়ার বিষয়ে তাকে নিয়ে গত সপ্তাহে যে জোর গুঞ্জন ছিল, সেটাই সত্যি হতে যাচ্ছে?

বুলবুল ঢাকায় পা রাখার পর থেকে ক্রিকেট অনুরাগীদের মধ্যে যারা জানেন, তাদের মধ্যে অন্যরকম প্রাণচাঞ্চল্য। মাঝে হঠাৎ কয়েদিন ‘হট কেক’ ছিল ক্রিকেট বাজারে। তাহলো, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেট বোর্ডে আসছেন এবং তাকে বিসিবি প্রধান করার চিন্তা-ভাবনাও চলছে।

ক’দিন বুলবুলের বিসিবি সভাপতি হওয়ার খবর নিয়ে বেশ হইচইও হয়েছে। বলা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আমিনুল ইসলাম বুলবুলকে অফার করা হয়েছে। এ কারনেই বুলবুলের আসা।

এদিকে গতকাল মঙ্গলবার হঠাৎই ঢাকায় এসেছেন আমিনুল ইসলাম বুলবুল। এমনিতে আইসিসির ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করেন তিনি। তার স্ত্রী ও সন্তান অস্ট্রেলিয়ায় সেটেল্ড। জাতীয় দলের এ সাবেক অধিনায়ক বিশ্ব ক্রিকেটের উন্নয়নে এদেশ-ওদেশে কাজ করেন। ক্রিকেট উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।

বুলবুল আইসিসির ডেভেলপমেন্ট কর্মকর্তা হিসেবে বাংলাদেশী মুদ্রায় ১২ লাখ টাকা বেতন পান। বিসিবি সভাপতি মূলতঃ একটি সম্মানসূচক পদ। দেশের ক্রিকেটের প্রধান। প্রচার ও প্রসার প্রচুর। আনুসাঙ্গিক সুযোগ-সুবিধাও আছে; কিন্তু ১২ লাখতো বহুদুরে, কোন নির্দিষ্ট বেতনই নেই বিসিবি সভাপতির জন্য।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/kxm1
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন