English

32.8 C
Dhaka
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫
- Advertisement -

হতাশ রাজ্জাক

- Advertisements -

বাংলাদেশের ওপেনিং জুটি মানেই একরাশ হতাশা। হোক সেটা ওয়ানডে, টেস্ট কিংবা টি-টোয়েন্টি। টেস্ট এবং ওয়ানডেতে খানিকটা মানিয়ে নেয়া গেলেও টি-টোয়েন্টিতে যাচ্ছে তাই অবস্থা। তাতে ২০ ওভারের ক্রিকেটের ওপেনিং জুটিটা যেন কোনোভাবেই দাঁড় করাতে পারছে না বাংলাদেশ।

সময়ের সঙ্গে সঙ্গে উন্নতির পরিবর্তে বাড়ছে হতাশার গল্প। ওপেনিং জুটি কিংবা ওপেনারদের পারফরম্যান্স নিয়ে বাংলাদেশের নির্বাচকরা কতটা হতাশ সেটা বোঝা গেলো আব্দুর রাজ্জাকের কথায়। হতাশা উগরে দিয়ে রাজ্জাক জানালেন, ওপেনার তো বানিয়ে দিতে পারবেন না।

প্রায় দুই বছর ধরে টি-টোয়েন্টি ফরম্যাটে ফরম্যাটে খেলছেন না তামিম।

তার ফেলে যাওয়া জায়গায় লিটন, সৌম্য, নাইম, সাইফ হাসান কেউ তামিমকে চ্যালেঞ্জ জানাতে পারেননি। ফলে ২০ ওভারের ম্যাচে তামিমের গুরুত্ব আরও ভালোভাবে টের পাওয়া যাচ্ছে। তবে এসব নিয়ে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন রাজ্জাক।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রাজ্জাক বলেন, ‘চ্যালেঞ্জের কিছু নেই। খেলোয়াড় একজন দিলেই খেলতে পারবে, দল তো সেইভাবে করলে হয় না। আসতে হবে তো, আমি তো ওপেনার বানিয়ে দিতে পারবো না। এটাও না যে আলোচনা হচ্ছে না, তা না। প্রত্যেকটা জায়গা নিয়েই আলোচনা হচ্ছে। কোন জায়গাতে আরও ভালো করা যায়। সবজায়গার জন্যই ভালো অপশন খোঁজা হচ্ছে।’ বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) ব্যাট হাতে শতভাগ না পারলেও খানিকটা মেলে ধরেছেন এনামুল হক বিজয়। সর্বশেষ পাকিস্তান সিরিজ থেকে জায়গা হারানো লিটন দাসও রয়েছেন ছন্দে।

প্রথম কয়েকটা ম্যাচে ভালো করতে না পারলেও সর্বশেষ ম্যাচে অপরাজিত ৮১ রানের ইনিংস খেলেছেন ইমরুল কায়েস। শুধু জাতীয় দলের ক্রিকেটারই নয়, অনেকদিন ধরে বাইরে থাকাদের ওপরও নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন রাজ্জাক। তাদেরও ফেরার সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি। তিনি বলেন, ‘বিপিএল চলছে যেহেতু টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে ওইদিকে টি-টোয়েন্টি সিরিজ আছে। তো অবশ্যই দেখারই বিষয়। খেয়াল রাখা হচ্ছে বাইরে থাকাদেরও। এটা আমাদেরও সুবিধা হয়েছে এমনকি খেলোয়াড়দের জন্য সুবিধা হয়েছে।

পারফর্ম করে বা ওইরকম প্রমিনেন্ট হয় তাহলে অবশ্যই সুযোগ থাকবে।’ ইমরুল কায়েসকে তিনি বলেন, ‘পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই আসলে দল করা হবে। যারা পারফরম্যান্স করে না তাদেরকে নিয়ে লাফালাফি করা ঠিকও না আমি মনে করি। ইমরুলের কথা বললেন, ইমরুল গত ম্যাচটা ভালো খেলেছে, পারফরম্যান্স করছে এটা বললে ঠিক হবে নাা। ও কিন্তু অনেকদিন ভালো খেলেনি। আপনি ন্যাশনাল লীগ থেকে যদি চিন্তা করেন তাহলে কিন্তু আপ টু দ্য মার্ক না। কিন্তু আমি ওকে ব্লেইম করবো না। কারণ খেলোয়াড়দের ভালো সময় খারাপ সময় থাকবেই। আপনি যেহেতু বললেন পারফরম্যান্স করছে তাই বললাম। গত ম্যাচে খুব ভালো খেলেছে।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/jv94
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

নায়িকার খোলস ছাড়ছেন শুভশ্রী

আরিয়ানকে নিয়ে কী বললেন ববি?

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন