নাসিম রুমি: রাজস্থান রয়্যালসের বিপক্ষে টসের সময় ঘটনাটা সবার নজরে আসে। মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়ার কপালে ব্যান্ডেজ বাঁধা। গত বৃহস্পতিবারের ম্যাচটিতে একটি বিশেষ ধরনের সানগ্লাস পরেছিলেন হার্দিক। এমনভাবে সেই চশমা ছিল যাতে চোট অনেকটা ঢাকা পড়ে। কিন্তু ব্যাপারটা কী? কীভাবে চোট পেলেন হার্দিক?
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, রাজস্থান ম্যাচের আগে অনুশীলনের সময় স্থানীয় এক বোলারকে সুইপ খেলতে গিয়েছিলেন হার্দিক। কিন্তু টাইমিং মিস করার বল তার ব্যাটে লেগে বাঁ চোখের উপর কপালে গিয়ে আঘাত করে। দলের চিকিৎসকেরা হার্দিকের ইনজুরি পরীক্ষা করে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। হাসপাতালে নিয়ে তার কপালে সাতটি সেলাই দেওয়া হয়। সেই অবস্থাতেই তিনি গতকাল রাজস্থানের বিপক্ষে মাঠে নামেন।
হার্দিক কপালে আঘাত পেলেও মাঠে তার কোনো প্রভাব দেখা যায়নি। চার নম্বরে নেমে বিধ্বংসী ব্যাটিংয়ে খেলেছেন ২৩ বলে ৬ চার ১ ছক্কায় ৪৮ রানের ইনিংস। শেষদিকে ফজলহক ফারুকির এক ওভারে নিয়েছেন ২২ রান। ২১৭ রান করে ১০০ রানের বিশাল জয় তুলে নিয়ে মুম্বাই। শুরুতে একের পর এক ম্যাচ হারা মুম্বাই ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট তালিকায় সবার ওপরে আছে। ২০২০ সালের পর আর আইপিএল জিততে পারেনি মুম্বাই।