English

31.6 C
Dhaka
বুধবার, জুলাই ২, ২০২৫
- Advertisement -

‘১০০ মাইল গতিতে’ বল করা প্রবীণকে খুঁজছেন শোয়েব আক্তার

- Advertisements -

টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন শোয়েব আক্তার। ভিডিওটি এক প্রবীণের পেস বল করার।

পাকিস্তানের সাবেক তারকা পেসারের অফিসিয়াল টুইটারে আপলোড করা ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামে খ্যাত শোয়েব আখতার ওই প্রবীণ ব্যক্তির বোলিং অ্যাকশন দেখে মুগ্ধ।

ভিডিও শেয়ার করে তিনি বলেছেন, তিনি এই বয়স্ক লোকটিকে হন্যে হয়ে খুঁজছেন। আকুতি করেছেন, কেউ তার খোঁজ দিতে পারবেন কি না।

আদতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোয়েব আখতারের পোস্ট করা ভিডিওতে এক বয়স্ক লোককে তার মতোই বোলিং অ্যাকশনে বল করতে দেখা যাচ্ছে। বয়স্ক ব্যক্তি যে গতি নিয়ে বোলিং করছেন তা দেখে শোয়েব আখতার নিজেও বিস্মিত হন।

এই ভিডিও আপলোড করে শোয়েব লিখেছেন, ‘ওহ বাহ! ১০০-তে ঘণ্টায় ১০০ মাইল গতিতে। আমি আপনার সঙ্গে দেখা করলে খুশি হবো। কেউ তার খোঁজ দেন। ’

ভিডিওতে ওই প্রবীণের রানআপও শোয়েব আখতারের মতো। তাকে পায়জামা ও স্থানীয় কুর্তায পরে বোলিং করতে দেখা গেছে।

বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পেস বোলারদের একজন শোয়েব আখতার৷ তার দ্রুততম বল করার রেকর্ড রয়েছে। শোয়েব ঘণ্টায় ১০০ মাইল (১৬১.৪ কিলোমিটার) গতিতে বোলিং করেছেন যা এখনও বিশ্বরেকর্ড। ২০০৩ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে করে রেকর্ড গড়েছিলেন এই কিংবদন্তি ফাস্ট বোলার৷

The short URL of the present article is: https://www.nirapadnews.com/hzuv
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন