English

31.3 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫
- Advertisement -

১৮ বছর পর ‘পঞ্চপাণ্ডবের’ সবাইকে ছাড়া ওয়ানডে খেলতে যাচ্ছে বাংলাদেশ

- Advertisements -

দেশের ক্রিকেটকে দীর্ঘ সময় ধরে সেবা দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাটে-বলে মোহনীয় অবদানের জন্য এই পাঁচজনকে একত্রে ‘পঞ্চপাণ্ডব’ উপাধিতে ভূষিত করার মাধ্যমে বিশেষায়িত করা হয়েছে ক্রিকেটাঙ্গনে।

গেল ১৮ বছর ক্রিকেটে বাংলাদেশের সেরা ফরম্যাট ওয়ানডেতে পাঞ্চপাণ্ডবদের কেউ না কেউ দলে ছিলই। কিন্তু এবারের শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাদের কেউই নেই। অর্থাৎ ১৮ বছর পর ক্রিকেট ইতিহাসের সেরা পাঁচ ক্রিকেটারকে ছাড়াই ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ।

ওয়ানডে দলে পঞ্চপাণ্ডবদের খেলার ধারা শুরু হয়েছিল ২০০৭ সালের জুলাইয়ে, মাহমুদউল্লাহর অভিষেকের পর। এরপর থেকে কেউ না কেউ ওয়ানডে দলে ছিলেনই।

পঞ্চপাণ্ডবদের মধ্যে ওয়ানডেতে সবার আগে অভিষেক হয়েছিল মাশরাফি বিন মর্তুজার। ২০০১ সালের নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে অভিষেক হয়েছিল এই বোলিং অলরাউন্ডারের।

এরপর ২০০৬ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ওয়ানডে অভিষেক হয় সাকিব আল হাসানের। একই দিনে ৫০ ওভারের ফরম্যাটে অভিষেক মুশফিক রহিমেরও।

তামিম প্রথম ওয়ানডে ক্যাপ পরেন ২০০৭ সালের ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে। পঞ্চপাণ্ডবদের মধ্যে ওয়ানডেতে সবার পরে অভিষেক হয় মাহমুদউল্লাহর।

আগামীকাল বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। এখন পর্যন্ত লঙ্কানদের মাটিতে ৫০ ওভারের ফরম্যাটে সিরিজ জিততে পারেনি লাল-সবুজ বাহিনী। এবার নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে দীর্ঘদিনের আক্ষেপ মুছতে পারে কি না বাংলাদেশ, সেটিই দেখার অপেক্ষা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/q6k3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন