নাসিম রুমি: চলতি মাসে টি-টোয়েন্টি সিরিজ খেলতে প্রথম সংযুক্ত আরব আমিরাত ও পরে পাকিস্তান সফর করবে বাংলাদেশ দল। রোববার (৪ মে) এই দুই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই সিরিজেই বাংলাদেশের নেতৃত্ব দেবেন লিটন দাস।
জানা গেছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।
গত বছর বাংলাদেশ দলের তিন ফরম্যাটের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। এর মধ্যে চলতি বছরের জানুয়ারিতে তিনি টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সবশেষ টি-টোয়েন্টি সিরিজের দলে চোটের কারণে ছিলেন না শান্ত। ফলে ওই সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন লিটন। তার নেতৃত্বে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের স্থায়ী অধিনায়ক কে হতে যাচ্ছেন, তা বেশ কিছুটা সময় ধরে জল্পনা-কল্পনা চলেছে। কেউ কেউ তাসকিন আহমেদকেও জাতীয় দলের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়কের দৌড়ে এগিয়ে রাখছিলেন। তবে গোড়ালির চোটের কারণে এখন মাঠের বাইরে অবস্থান করছেন এই পেসার। ইংল্যান্ড চিকিৎসা চলছে তার।
তাই শেষ পর্যন্ত লিটনকেই পূর্ণ মেয়াদে টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে বিসিবি। লিটনকে নেতৃত্ব দেওয়া প্রসঙ্গে ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, এবার দীর্ঘমেয়াদি চিন্তাভাবনা করেই আমরা অধিনায়কত্ব মঞ্জুর করেছি। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২৬ পর্যন্ত মার্চে যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বিশ্বকাপকে সামনে রেখেই লিটন কুমার দাসকে আমাদের জাতীয় দলের টি-টোয়েন্টির অধিনায়কত্ব করা হয়েছে।
আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে দুই সিরিজে লিটন দাসের ডেপুটি হিসেবে থাকবেন শেখ মেহেদী।