English

29.4 C
Dhaka
বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫
- Advertisement -

‘২০২৭ ওয়ানডে বিশ্বকাপে কোহলি-রোহিত কি খেলবেন?

- Advertisements -

নাসিম রুমি: ক্রিকেটের দুই ফরম্যাট টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসর নিলেও ওয়ানডেতে এখনো খেলছেন বিরাট কোহলি। দীর্ঘ দিনের সতীর্থ রোহিত শর্মাও শুধু ওয়ানডে ক্রিকেটে আছেন। ধারণা করা হচ্ছে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলে বিদায় জানাতে পারেন তারা। কিন্তু সুনীল গাভাস্কার তেমনটা মনে করছেন না।

একদিনের বিশ্বকাপের এখনও দু’বছর বাকি। পাঁচদিনের ব্যবধানে রোহিত এবং কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর তারা দু’জনে একসঙ্গে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন।

একদিনের ক্রিকেটে যদিও দুজনই এখনও খেলছেন। ২০২৩ সালের বিশ্বকাপেও ফর্মে ছিলেন রোহিত-কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রান পেয়েছিলেন। কিন্তু ২০২৭ সালের বিশ্বকাপের দলে তাদের দেখছেন না গাভাস্কার। তাই প্রস্ন উঠছে ২০২৬ সালে কোহলি – রোহিত কি খেলবেন?

ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার বলেন, “একদিনের ক্রিকেটে ওরা দুর্দান্ত। নির্বাচকরা নিশ্চয়ই ২০২৭ সালের বিশ্বকাপের দল নিয়ে ভাববেন। কিন্তু ওরা কি সেই বিশ্বকাপ খেলতে পারবে? এখন যেমন খেলছে, ওরা তখন কি খেলতে পারবে? নির্বাচকদের সেটাই বুঝতে হবে। যদি নির্বাচকরা ভাবেন রোহিত-কোহলিরা পারবে, তবেই সুযোগ দেওয়া হবে। আমার মনে হয় না ওরা খেলবে। তবে আগামী বছর যদি দুর্দান্ত ফর্মে থাকে, একের পর এক শতরান করতে থাকে, তাহলে ঈশ্বরও ওদের দলের বাইরে রাখতে পারবে না।”

২০২৭ সালের বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে ৪০ বছর। কোহলির হবে ৩৮ বছর। রোহিতের ফিটনেস নিয়ে একটা প্রশ্ন থাকবে। আইপিএলে তিনি শুধু ব্যাট করছেন, সেভাবে ফিল্ডিংয়েও দেখা যায়নি। কোহলির ফিটনেস নিয়ে প্রশ্ন না উঠলেও শুরুর দিকে ইনিংস ধরতে তার সমস্যা হচ্ছে।

কোহলির হঠাৎ অবসর নেওয়ার সিদ্ধান্তে যদিও অবাক হননি গাভাস্কার। তিনি বলেন, “একজন খেলবে কি খেলবে না, সেটা নির্ভর করে সম্পূর্ণ তার ওপর। তবে আমি অবাক হইনি। অস্ট্রেলিয়ায় যা হয়েছে তারপর বড় পরিবর্তন হতোই। তাই ওর নেওয়া সিদ্ধান্ত দেখে আমি অবাক হইনি।”

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন