নাসিম রুমি: চলতি মাসে ২৩ তারিখে ঢাকায় আসছেন সাবেক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। গেলো বছরের অক্টোবরে ভারতীয় বোর্ডের দায়িত্ব থেকে ইস্তফা দেন সৌরভ। বোর্ড থেকে দায়িত্ব ছাড়ার পর সম্প্রতি দিল্লি ক্যাপিটালসের পরিচালক হন কলকাতার ‘মহারাজা’।
২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন সৌরভ গাঙ্গুলি।
জানা গেছে, আইসিআইসিআই ব্যাংকের প্রমোশনে বাণিজ্যিক অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় পা রাখবেন সৌরভ গাঙ্গুলি। ক্রিকেটের বাইরে ব্যক্তিগত কাজ বলেই ধরে নেওয়া হচ্ছে সৌরভের ঢাকা সফরকে।
