নাসিম রুমি: কিংস্টনের স্যাবাইনা পার্কে তৃতীয় টেস্টে সোমবার যা ঘটল, তা টেস্ট ইতিহাসেই বিরল। ২০৪ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ২৭ রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ডের বিধ্বংসী বোলিংয়ে ধসে পড়ল ক্যারিবীয় ব্যাটিং লাইনআপ।
স্টার্কের টেস্ট ক্যারিয়ারের শততম ম্যাচ যেন ভাগ্য নিজেই সাজিয়ে রেখেছিল গোলাপি বলের জন্য। কিন্তু কেউই কল্পনা করেনি যে, কিংস্টনের তৃতীয় দিনে এমন ধ্বংসযজ্ঞ হবে। নিজের প্রথম ওভারেই তিনি ৩টি উইকেট তুলে নেন এবং মাত্র ১৫ বলে টেস্ট ইতিহাসের দ্রুততম পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন—যার মধ্যে ছিল তাঁর ৪০০তম উইকেটও।
তবে নাটকীয়তা এখানেই শেষ হয়নি। স্কট বোল্যান্ড হ্যাটট্রিক করে সাজঘরে পাঠান জাস্টিন গ্রেভস, শামার জোসেফ ও জোমেল ওয়ারিকানকে। তখন ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ২৬/৯—একদম কাছাকাছি ১৯৫৫ সালে নিউজিল্যান্ডের করা টেস্ট ইতিহাসের সর্বনিম্ন ২৬ রানের রেকর্ডের।
সাম কনস্টাসের গালিতে একটি সহজ মিসফিল্ডের কারণে রেকর্ডটা একরকম রক্ষা পায়, তবে পরের বলেই স্টার্ক নিজের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ইনিংসের ইতি টানেন—৬ উইকেট ৯ রানে। ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় মাত্র ১৪.৩ ওভারে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/a3wb
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন