English

27.7 C
Dhaka
শুক্রবার, সেপ্টেম্বর ১২, ২০২৫
- Advertisement -

৩৫ লাখে কলা কেনায় ক্রিকেট বোর্ডকে হাইকোর্টের নোটিশ

- Advertisements -

ভারতের উত্তরাখণ্ড ক্রিকেট সংস্থায় বিস্তর আর্থিক অনিয়মের অভিযোগে দেশটির ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দৃষ্টি আকর্ষণ করল হাইকোর্ট। রাজ্যের ক্রিকেট সংস্থায় একাধিক দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে বিসিসিআইকে নোটিশ পাঠিয়েছে উত্তরাখণ্ড হাইকোর্ট। মামলাটি নিয়ে পরবর্তী শুনানি আগামী শুক্রবার।

দেশটির দেরাদুনের বাসিন্দা সঞ্জয় রাওয়াতসহ একাধিক ব্যক্তির দায়ের করা মামলার শুনানি হয় বিচারপতি মনোজ কুমার তিওয়ারির বেঞ্চে। মামলাকারীদের পক্ষ থেকে জানানো হয়, ২০২৪-২৫ অর্থবর্ষে উত্তরাখণ্ড ক্রিকেট সংস্থার হিসাব অনুযায়ী, শুধু কলা কেনার পেছনেই খরচ হয়েছে প্রায় ৩৫ লাখ রুপি। এছাড়াও ইভেন্ট ম্যানেজমেন্টে ৬.৪ কোটি এবং বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের জন্য খরচ দেখানো হয়েছে ২৬.৩ কোটি রুপি, যা আগের বছরের তুলনায় প্রায় ৪ কোটি বেশি।

অভিযোগকারীরা আরও জানিয়েছেন, এত বিপুল খরচ সত্ত্বেও রাজ্যের ক্রিকেটাররা তেমন কোনো সুবিধা পাননি। সংস্থা যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা রক্ষা করা হয়নি বলেই দাবি। খেলোয়াড়দের খাবার এবং অন্যান্য ব্যয়ের জন্য নির্ধারিত অর্থ থেকেও কোটি কোটি রুপি তছরূপ করা হয়েছে বলে অভিযোগ। মামলাকারীদের বক্তব্য, সংস্থার কর্তারা খেলাধুলোর উন্নতির জন্য বরাদ্দ অর্থ নিজেদের ব্যক্তিগত কাজে ব্যয় করেছেন।

এছাড়া উত্তরাখণ্ড প্রিমিয়ার লিগ নিয়েও দুর্নীতির অভিযোগ উঠেছে। সংস্থার সাবেক সহ-সভাপতি সুরেন্দ্র ভান্ডারির দাবি, টেন্ডার দেওয়ার ক্ষেত্রে একমাত্র একটি সংস্থাকে বেছে নেওয়া হয়েছে, কোনো প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। তিনি আরও জানান, প্রতি বছর ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে উত্তরাখণ্ড ক্রিকেট সংস্থা যে অর্থ সাহায্য পায়, তার সঠিক ব্যবহার না হলে তা মেনে নেওয়া যায় না।

উচ্চ আদালত বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং আগামী শুনানিতে বিসিসিআইয়ের প্রতিক্রিয়া চেয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/v762
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন