English

28.6 C
Dhaka
শনিবার, আগস্ট ৯, ২০২৫
- Advertisement -

৪১ বছর আগের প্রতিশোধ নিতে চায় রিয়াল মাদ্রিদ

- Advertisements -

ফাইনালে উঠতে পারলেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। গত চার দশক ধরে এমনটিই চলছে ইউরোপের ক্লাব ফুটবলে। কেননা শেষ সাতবার ফাইনালে উঠে প্রতিবারই শিরোপা হাতে নিয়ে মাঠ ছেড়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।

রিয়ালের জন্য প্রস্তুত আরও একটি ফাইনালের মঞ্চ। বাংলাদেশ সময় রাত ১টায় প্যারিসের স্ট্যাড ডি ফ্রান্সে ইংলিশ ক্লাব লিভারপুলের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এই ম্যাচটি লিভারপুলের জন্য একপ্রকার প্রতিশোধের ম্যাচই বটে।

কেননা ২০১৮ সালের আসরে ফাইনাল ম্যাচে রিয়ালের কাছে ৩-১ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয় অলরেডদের। পরের বছর অবশ্য টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। তবু লস ব্লাঙ্কোসদের পেয়ে লিভারপুল শিবিরে প্রতিশোধের ঝাঁজই পাওয়া যাচ্ছে বেশি।

যা দেখে রিয়াল কোচ আনচেলত্তি জানালেন, ম্যাচটি তাদের জন্যও প্রতিশোধের। কারণ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল সবশেষ হেরেছিল এই লিভারপুলের কাছে। ১৯৮১ সালের আসরে প্যারিসেই ইংলিশ ক্লাবটির কাছে ১-০ গোলে হেরেছিল রিয়াল।

এরপর গত ৪১ বছরে আর কোনো ফাইনালে হারেনি রিয়াল। সেটিকে এবারে আটে উন্নীত করার লক্ষ্য তাদের। ক্লাবটির কোচ আনচেলত্তি বলেছেন, ‘রিয়াল মাদ্রিদেরও প্রতিশোধ নেওয়ার আছে, কারণ তারাও প্যারিসে (১৯৮১ সালে) লিভারপুলের বিপক্ষে ফাইনালে হেরেছিল।’

তবে প্রতিশোধের আলোচনায় খুব একটা গুরুত্ব দেওয়ার পক্ষে নন রিয়াল কোচ, ‘আমি যদিও বিষয়টির তেমন গুরুত্ব দেখি না। দুর্দান্ত দুটি দল একে অপরের মুখোমুখি হবে এবং যারা বেশি সাহস ও দৃঢ় মানসিকতার প্রমাণ রাখতে পারবে তারাই শেষ পর্যন্ত জয়ী হবে।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4pov
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন