ক্রিকেটারদের পারফরম্যান্সের ওপর নির্ভর করেই র্যাংকিংয়ে উঠা-নামা হয় তাদের। তাই উন্নতির জন্য পারফরম্যান্স করাটা খুবই জরুরি। পারফরম্যান্স তো দূরের কথা কখনো আবার দীর্ঘদিন না খেলেও উন্নতি করা যায়।
চূড়ায় উঠা যায়।
বোলারদের র্যাংকিংয়ে ৭ ধাপ এগিয়ে শীর্ষ দশে জায়গা পেয়েছেন নাথান এলিস। শীর্ষ দশে আর কোনো পরিবর্তন নেই। ৭১৭ রেটিংয়ে শীর্ষে আছেন জ্যাকব ডাফি। অলরাউন্ডারে যথারীতি শীর্ষে আছেন ২৫২ রেটিংধারী ভারতীয় হার্দিক পান্ডিয়া।
অন্যদিকে টেস্ট ব্যাটারদের র্যাংকিংয়ে আগে থেকেই শীর্ষে আছেন জো রুট। এবার জায়গাটা আরো মজবুত করেছেন তিনি। ভারতের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে ১৫০ রানের ইনিংস খেলে রেটিং দাঁড় করিয়েছেন ৯০৪-এ। ইংল্যান্ডের ব্যাটারের সতীর্থ বেন ডাকেটেরও উন্নতি হয়েছে। ৫ ধাপ এগিয়ে শীর্ষ দশে জায়গা পেয়েছেন তিনি (১০ নম্বরে)। অন্যদিকে জয়সওয়ালের (৮) তিন ধাপ অবনতি হওয়ায় এক ধাপ করে উন্নতি হয়েছে ঋষভ পন্ত (৭), কামিন্দু মেন্ডিস (৬) ও টেম্বা বাভুমার (৫)।
বোলারদের র্যাংকিংয়ে শীর্ষ ১৩ নম্বরে কোনো পরিবর্তন নেই। ৮৯৮ রেটিংয়ে চূড়ায় আছেন ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহ। তবে অলরাউন্ডারের র্যাংকিংয়ে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন বেন স্টোকস। ৩ ধাপ এগিয়ে তিনে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক। তাকে জায়গা দিতে পর্যায়ক্রমে এক ধাপ করে পিছিয়েছেন উইয়ান মুল্ডার, প্যাট কামিন্স ও মার্কো ইয়ানসেন। আর শীর্ষ দুইয়ে আছেন মেহেদী হাসান মিরাজ (২) ও রবীন্দ্র জাদেজা।