English

19.6 C
Dhaka
সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬
- Advertisement -

উইজডেনের বর্ষসেরা টি-২০ দলে মুস্তাফিজ

- Advertisements -

উইজডেনের বর্ষসেরা টি-২০ দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। গত বছর টি-২০’র সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৯ উইকেট পাওয়ায় বর্ষসেরা একাদশে রাখা হয়েছে তাকে।

উইজডেনের বর্ষসেরা একাদশে টপ অর্ডারের ব্যাটার হিসেবে আছেন ভারতের অভিষেক শর্মা, ইংল্যান্ডের ফিল সল্ট এবং দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস। তারা তিনজনই জাতীয় দল ও ক্লাব পর্যায়ে এক বছরে দেড় হাজারের ওপরে রান করেছেন।

এর মধ্যে অভিষেক ২০২ স্ট্রাইক রেটে ১৬০২ রান করেছেন। তার তিন সেঞ্চুরির সবচেয়ে বড়টা ছিল ১৪৮ রানের। ১০ উইকেটও নিয়েছেন তিনি। সল্ট ১৫৩ স্ট্রাইক রেটে ১৫৭৫ রান করেছেন গেল বছর। ব্রেভিস ১৮১ স্ট্রাইক রেটে করেছেন ১২০০ রান।

ম্যাগাজিনটির বর্ষসেরা টি-২০ দলে চার অলরাউন্ডার জায়গা পেয়েছেন। যাদের দু’জন করে পেস ও স্পিন অলরাউন্ডার। এর মধ্যে ইংলিশম্যান স্যাম কারেন ৫১ উইকেটের সঙ্গে ১৫২১ রান করেছেন। দক্ষিণ আফ্রিকার ডানহাতি স্পিনার দোনোভান পেরেইরা ১৩ উইকেট নিয়েছেন ও ৮০৯ রান করেছেন। সুনীল নারিন ৩৬ উইকেটের সঙ্গে ৩৯৫ রান করে সেরাদের কাতারে এসেছেন। অন্যজন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। তিনি ৯৭ উইকেট নিয়েছেন ও ৮৪৬ রান করেছেন।

সেরা একাদশে ফিনিশার হিসেবে  আছেন অস্ট্রেলিয়ার টিম ডেভিড। তিনি ১৭৩ স্ট্রাইক রেটে ১২৩১ রান করেছেন। বোলিং আক্রমণে মুস্তাফিজ ছাড়া আছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। তিনি ৫৮ উইকেট নিয়েছেন। বরুণ চক্রবর্তী নিয়েছেন ৫৫ উইকেট। বোলারদের মধ্যে ইকোনমি রেট সবচেয়ে ভালো নারিন (৬.৬৬) এবং মুস্তাফিজের (৬.৭৮)।

উইজডেনের বর্ষসেরা টি-২০ দল: অভিষেক শর্মা (ভারত), ফিল সল্ট (ইংল্যান্ড), ডেওয়াল্ড ব্রেভিস (দক্ষিণ আফ্রিকা), স্যাম কারেন (ইংল্যান্ড), দোনোভাব পেরেইরা (দক্ষিণ আফ্রিকা), টিম ডেভিড (অস্ট্রেলিয়া), সুনীল নারিন (ওয়েস্ট ইন্ডিজ), জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ), জ্যাকব ডাফি (নিউজিল্যান্ড), মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ), বরুণ চক্রবর্তী (ভারত)।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/i73x
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন