English

26.5 C
Dhaka
শুক্রবার, আগস্ট ৮, ২০২৫
- Advertisement -

চ্যাম্পিয়ন শামির বিরুদ্ধে হাসিনের অভিযোগ: ‘গয়না বিক্রি করে সংসার চলছে’

- Advertisements -

সদ্যই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে গুজরাট টাইটান্স। ট্রফি জয়ের পরে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে আলিঙ্গনে ভরিয়ে দিয়েছিলেন স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ। হাজার অপমানিত তারকার প্রত্যাবর্তন মঞ্চে আবেগঘন পরিস্থিতির জন্ম দিয়েছিলেন নাতাশা। সেরকম আবেগী দৃশ্যের অবতারণা ঘটতেই পারত মোহাম্মদ শামি-হাসিন জাহানের।

কিন্তু শামি ট্রফি জয়ের একদিন পর তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ আনলেন ‘সাবেক’ স্ত্রী হাসিন জাহান।
ইডেনে যার উপস্থিতি একসময় স্টেডিয়ামের গ্ল্যামার এক ঝটকায় বাড়িয়ে দিত, সেই হাসিন নাকি এখন ক্রিকেট খেলাই দেখেন না! ভারতীয় দৈনিককে দেওয়া সাক্ষাতকারে হাসিন বলেছেন, ‘ক্রিকেট খেলায় আমার কোনোদিনই উৎসাহ ছিল না। এখন তো খেলা দেখাই ছেড়ে দিয়েছি। কবে আইপিএল ফাইনাল ছিল, সেটাই জানি না। পেট চালাতে হবে। তাই ক্রিকেট খেলা দেখার সময় কোথায়। শামি তো নিজের প্রিয় বেবোর (কন্যা) খোঁজ রাখে না। তার মধ্যে মেয়ের জন্য যদি এতটুকু টান থাকত, তাহলে তো সেই দুর্ঘটনাই ঘটত না। ‘
আইপিএল ফাইনালের সময় কী করছিলেন- এমন প্রশ্নে হাসিন বলেন, ‘অন্যদিনের মতোই কাটিয়েছি। মেয়েকে নিয়ে ঘুরতে গেছি। জিমেও গিয়েছি।  গত জন্মদিনে বেবো কতবার বাবাকে (শামি) মেসেজ করল, ফোন করার জন্য। সেই ফোন তো আজও এলো না। বেবোর জন্য অল্প টাকা পাঠায়, তাতে খরচ চলে না। বাড়ির সমস্ত জিনিস বিক্রি করে সংসার চলছে। গয়নাগাটি বিক্রি করে দিয়েছি। বেবোকে মানুষ করতে হবে তো! গয়না বন্ধক রেখে সংসার চলছে। সেই গয়না তো ছাড়াতে হবে…!’

শামির সঙ্গে এখনও আইনী লড়াই চলছে হাসিনের। দুজনের ছাড়াছাড়ি হওয়ার পর হাসিন তার পুরনো পেশা মডেলিংয়ে ফিরে গেছেন। কিন্তু তাতেও সংসার চলছে না।  আপাতত প্রবল আর্থিক সমস্যায় জর্জরিত হাসিন। আদালতের চলছে বিবাহ বিচ্ছেদের মামলা। সেই মামলার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন হাসিন। যদিও দীর্ঘদিন ধরেই মোহাম্মদ শামি তার স্ত্রী হাসিনের এসব দাবি সম্পর্কে কোনো মন্তব্য করছেন না। তবে বল হাতে ঠিকই বাইশ গজে দাপট দেখিয়ে যাচ্ছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0n5t
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন