শ্রীলংকার বিপক্ষে রোমাঞ্চকর ছয় রানের জয় তুলে নিয়েছে পাকিস্তান। এই জয়ের মাধ্যমে ওডিআই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে তারা। দারুণ এই জয়ের পর পর অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি দলের একাধিক তারকা ক্রিকেটারদের প্রশংসা করেছেন। এদের মধ্যে আছে সালমান আলি আগা, হুসেইন তালাত ও হারিস রউফের নাম।
টস হেরে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুতেই বিপদে পড়ে—২৩.২ ওভারে ৯৫/৪ অবস্থায় যখন ওয়ানিন্দু হাসারাঙ্গা তার দুর্দান্ত স্পেলে তিনটি উইকেট তুলে নেন, সেখান থেকে দলকে টেনে তোলে সালমান আলি আগা ও হুসেইন তালাতের অসাধারণ ১৩৮ রানের জুটি।
সালমান আলি আগা ৮৭ বলে অপরাজিত ১০৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন, যেখানে ছিল নয়টি বাউন্ডারি। অন্যদিকে হুসেইন তালাত ৬৩ বলে ৬২ রানের সাবলীল ইনিংস উপহার দেন। শেষ দিকে মোহাম্মদ নওয়াজ ২৩ বলে অপরাজিত ৩৬ রান করে পাকিস্তানের ইনিংসকে প্রায় ৩০০ রানের কাছাকাছি নিয়ে যান। শুরুতে ব্যাটিং বিপর্যয়ের পর দলীয় এই সংগ্রহ ছিল অনেক বেশি।
শাহিন ম্যাচ শেষে বলেন, ‘আমাদের শুরুটা ভালো ছিল না, কিন্তু আগা আর তালাত যেভাবে দলকে টেনে তুলেছে, তার পুরো কৃতিত্ব ওদের প্রাপ্য। ৩০০ একটি বড় স্কোর, আর তারা দারুণভাবে আমাদের সেখানে পৌঁছে দিয়েছে।’
লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলংকা ভালো শুরু করলেও হারিস রউফের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তান ম্যাচে ফিরে আসে। রউফ প্রথম দুই ওভারের মধ্যেই তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন এবং ১০ ওভারের স্পেলে ৪৯ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট।
তাকে সহায়তা করেন নাসিম শাহ ও ফাহিম শাহ, যারা দুজনই দুটি করে উইকেট নেন। ফলে পাকিস্তান শেষ পর্যন্ত অল্প ব্যবধানে জয় পায়।
হারিস রউফের ভূমিকা নিয়ে শাহিন বলেন, ‘হারিস সবসময়ই পাকিস্তানের জন্য উইকেট সংগ্রহকারী বোলার। সে আমাদের সেরা হোয়াইট-বল পারফরমার। হারিস আমাদের মূল অস্ত্র।’
ম্যাচে বাবর আজমের দুর্দান্ত একহাতের লুফে নেওয়া ক্যাচও আলোচনায় আসে। ওয়াইড স্লিপে থেকে সাদীরা সমারাবিক্রমাকে আউট করেন তিনি। শাহিন মজা করে তাই বলেন, ‘বাবরের ক্যাচটা ছিল সুপারম্যানের মতো।’
