English

25.7 C
Dhaka
সোমবার, জুলাই ১৪, ২০২৫
- Advertisement -

জহির খান-সাগরিকা দম্পতির প্রথম সন্তানের জন্ম

- Advertisements -
বিয়ের ৮ বছর পর পিতৃত্বের স্বাদ পেয়েছেন জহির খান। প্রথম সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী সাগরিকা ঘাটগে। পুত্রসন্তান হয়েছে তাদের। আইপিএলের মাঝেই খুশির খবর লখনউ সুপার জায়ান্টসের মেন্টরের পরিবারে।

বুধবার (১৬ এপ্রিল) সকালে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার তথা লখনউ সুপার জায়ান্টসের মেন্টর জহির খান এবং সদ্যোজাত সন্তানের সঙ্গে নিজের ছবি পোস্ট করে ‘চাক দে ইন্ডিয়া’ অভিনেত্রী বলেন, ‘ভালোবাসা, কৃতজ্ঞতা এবং ঈশ্বরের আশীর্বাদের সঙ্গে আমরা আমাদের ছোট্ট শিশু, ফতেহসিং খানকে স্বাগত জানাচ্ছি।’

এ খবর শুনে দম্পতিকে শুভেচ্ছায় সিক্ত করছেন সবাই। শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না, হরভজন সিং, আকাশ চোপড়া, আরপি সিংরা। ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন শোবিজ অঙ্গনের তারকারাও।
জহির ও সাগরিকার পুত্রসন্তানের নাম রাখা হয়েছে ফতেহসিং। ওনলি মাই হেলথের রিপোর্ট অনুযায়ী, ফতেহসিং নামটা দুটি শব্দের মিশ্রণে তৈরি হয়েছে – ‘ফতেহ’ এবং ‘সিং’। হিন্দি ও উর্দুতে ‘ফতেহ’-এর অর্থ হল বিজয়। আর ‘সিং’-এর অর্থ হল সিংহ।
অর্থাৎ ‘ফতেহসিং’-এর অর্থ হল জয়ী সিংহ। যে নামটা সাধারণত উত্তর ভারতের মানুষ দিয়ে থাকেন বলে বিভিন্ন রিপোর্টে জানানো হয়েছে। 
২০১৭ সালের নভেম্বরে বিয়ে হয় জহির এবং সাগরিকার। দুজনে আলাদা ধর্মের মানুষ হলেও একে অপরের সংস্কৃতি, রীতিনীতিকে সম্মান করেন। বিয়ের পরে জহির বলেছিলেন, ‘বিয়ের পরে যাতে আমরা কোলহাপুরের আম্বাবাই মাতার আর্শীবাদ নিই, কাগালের রামমন্দির দর্শন করে আবার যাতে মন্দির সংলগ্ন দরগায় মাথা ঠেকাই, সেই বিষয়টি নিশ্চিত করেছিলেন শ্বশুরমশাই।

আর ‘চাক দে ইন্ডিয়া’ সিনেমায় সাগরিকা শাহরুখ খানের ছাত্রী সাগরিকা বলেছিলেন, ‘আমাদের বাবা-মা কখনওই আমাদের একটি ধর্মের বৃত্তেই আটকে থাকতে শেখায়নি। সেই কারণেই আমরা পরস্পরের ধর্মকে সম্মান করি।’

২০১৬ সালে যুবরাজ সিংয়ের বিয়েতে জহির এবং সাগরিকা নিজেদের প্রেমের কথা জনসমক্ষে আনেন। পরের বছরেই তাঁরা বিয়ে করেন। আর সেই সম্পর্কের শুরুর সময়টা নিয়ে সম্প্রতি বলিউড বাবলের একটি সাক্ষাৎকারে সাগরিকা বলেন, ‘আমাদের দেখা হত। কিন্তু ও প্রথমে কথা বলত না। কারণ সকলে বলত যে তুমি জানো, ও কীরকম মেয়ে। আমি জানি না যে সেটার মাধ্যমে কী বোঝাতেন ওঁরা। হয়ত বোঝাতেন যে যদি সিরিয়াস হও, তবেই কথা বল। নাহলে কথা বলার কোনও মানে নেই।’

২০০৭ সালে ‘চাক দে! ইন্ডিয়া’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন সাগরিকা। এরপর তিনি রিবক ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন। তিনি ফ্যাশন ম্যাগাজিন এবং বিভিন্ন ফ্যাশন শোতে বেশ পরিচিত মুখ। এছাড়াও বেশ কিছু বলিউড সিনেমায় অভিনয় করেছেন সাগরিকা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/tnde
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন