১৫ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জয়ের দেখা পেল বাংলাদেশ। আজ হোবার্টে নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে দিয়েছে সাকিব আল হাসানের দল। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ তুলেছিল ৮ উইকেটে ১৪৪ রান। রান তাড়ায় প্রায় কাছাকাছিই চলে গিয়েছিল ডাচরা।
তাই অধিনায়ক সাকিবের মতে, তার দলের সংগ্রহ ১০ রান কম হয়েছে।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেওয়া প্রতিক্রিয়ায় সাকিব বলেন, ‘২০০৭ থেকে শুরু করে আমি সবগুলো বিশ্বকাপ খেলেছি। কিন্তু (ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর) জয় পাইনি। এটি আমাদের ভাবনায় ছিল। আমরা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছি, যেটা আমাদের জন্য সহায়ক হয়নি। আমরা জানতাম, ১৫৫ রান ভালো সংগ্রহ হবে। তবে আমাদের ১০ রান কম হয়েছে। ’আজকের ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন পেসাররা। ২৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা তাসকিন আহমেদ। পেসারদের উচ্ছ্বসিত প্রশংসা করে সাকিব বলেন, ‘পেসাররা দারুণ বোলিং করেছে। আমরা পেস বোলিংয়ের গুরুত্ব বুঝতে পেরেছি এবং দারুণ কিছু বোলার পেয়েছি। আমাদের তাসকিন তো দারুণ বোলার। তার বলে গতি আছে এবং সেই সঙ্গে সে অভিজ্ঞ। মাঠে আমাদের বেশির ভাগ ফিল্ডারই চটপটে। এ কারণে আমরা আরো ৫-১০ রান আটকাতে পেরেছি। যেটা বড় পার্থক্য হয়ে দাঁড়াতে পারে।’
The short URL of the present article is: https://www.nirapadnews.com/042z