English

30.2 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫
- Advertisement -

টানা তিন ম্যাচে একাদশের বাইরে রিশাদ, লাহোর কি ভুল পথে হাঁটছে?

- Advertisements -

নাসিম রুমি: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) চমক দেখিয়ে একাদশে জায়গা করে নিয়েছিলেন বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। তবে বৃহস্পতিবার (০১ মে) কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে লাহোর কালান্দার্সের ম্যাচে আবারও তার নাম নেই। এটা টানা তৃতীয় ম্যাচ, যেখানে রিশাদ একাদশের বাইরে। প্রশ্ন উঠছে—নিজেকে প্রমাণের সুযোগ কি পর্যাপ্তভাবে পাচ্ছেন এই প্রতিভাবান বোলার?

মুলতান সুলতানসের বিপক্ষে গত ২৬ এপ্রিলের ম্যাচেই প্রথম বাদ পড়েছিলেন রিশাদ। এরপর আর কোনো ম্যাচে তাকে খেলানো হয়নি। অথচ টুর্নামেন্টের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে পরপর তিনটি করে উইকেট নিয়ে নজর কেড়েছিলেন তিনি। সেই পারফরম্যান্সে ভর করেই বাংলাদেশি ভক্তদের আশা ছিল, লাহোরের মূল শক্তির অংশ হয়ে উঠবেন রিশাদ।

কিন্তু পেশোয়ার জালমির বিপক্ষে মাঝারি পারফরম্যান্সের পর যেন হঠাৎই থেমে গেল তার ছন্দ। দুই ওভার বল করে ১৮ রান খরচ, সঙ্গে ব্যাট হাতে ১৩ রান—এই একটি পারফরম্যান্সেই কি আস্থা হারাল টিম ম্যানেজমেন্ট?

আজ কোয়েটার বিপক্ষে লাহোরের একাদশে জায়গা পেয়েছেন ইংলিশ অলরাউন্ডার টম কারান, যার পরিবর্তেই আগে রিশাদ বাদ পড়েছিলেন। ফখর জামান, মোহাম্মদ নাঈম, শফিক, বিলিংস, রাজা, হারিস রউফ, শাহীন আফ্রিদি—সবাই দলে থাকলেও রিশাদ টিম কম্বিনেশনের জন্য সুযোগ পাচ্ছেন না।

অবশ্য লাহোর রিশাদকে ছাড়া যে দুই ম্যাচ খেলেছে সেই দুই ম্যাচই জিতেছে। একারণে ক্রিকেট ভক্তরা রিশাদের দলে জায়গা না পাওয়ার পিছনে উইনিং কম্বিনেশনেরও হাত দেখছেন। বর্তমানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা দলটি এখন পর্যন্ত যা করেছে সবই জয়ের জন্যই। তাই রিশাদের দলে জায়গা পাওয়া এখন কঠিনই হবে।

পিএসএলে এখনো বাকি রয়েছে গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ। যদি এই ধারা চলতেই থাকে, তাহলে শুধু রিশাদ নয়, বাংলাদেশের তরুণ প্রতিভার ওপর আস্থা রাখা নিয়ে ভবিষ্যতেও ভাবতে হতে পারে বিদেশি ফ্র্যাঞ্চাইজিগুলোর।

প্রতিভা আছে, পারফরম্যান্সের ঝলকও দেখিয়েছেন—তবু টানা তিন ম্যাচে একাদশে জায়গা হয়নি রিশাদ হোসেনের। পিএসএলে বাংলাদেশি তরুণদের ভবিষ্যত যে সহজ হবে না, তারই এক কঠিন ইঙ্গিত হয়তো এটা!

The short URL of the present article is: https://www.nirapadnews.com/lyxu
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন