মাসিম রুমি: টেস্ট থেকে অবসরের পথে বিরাট কোহলিও। বিসিসিআইকে জানিয়ে দিয়েছেন লাল বলের ক্রিকেট তিনি আর খেলতে চান না। সূত্রের খবর, বোর্ড কর্তারা কোহলিকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলেছেন।
প্রসঙ্গত, গত বুধবারই টেস্ট থেকে অবসর নেন রোহিত শর্মা। এবার বিরাটও সেই পথে হাঁটতে চলেছেন। লাল বলের ক্রিকেটে আর না খেলার ইচ্ছার কথা বোর্ডকে জানিয়ে দিয়েছেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গেছে। জানা গেছে বোর্ডের পক্ষ থেকে কোহলিকে অনুরোধ করা হয়েছে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য। কিন্তু কোহলি রাজি হবেন না বলেই মনে করা হচ্ছে।
সামনের মাসেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। তার আগে রোহিত অবসর নিয়ে নিয়েছেন। বিরাটও সেই পথে হাঁটতে চাইছেন। খুব শীঘ্রই টেস্ট সিরিজের দল নির্বাচন করা হবে। সেখানে রোহিত তো থাকছেনই না। বিরাটও অবসর নিয়ে নিলে নির্বাচকদের দল বাছার কাজটা কঠিনই হবে। সূত্রের খবর, বর্ডার গাভাসকার ট্রফির পরেই টেস্ট ক্রিকেট থেকে সরে যাওয়ার কথা ভাবছিলেন বিরাট।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘বোর্ডকে বিরাট জানিয়েছেন টেস্ট থেকে অবসর নিতে চান। কিন্তু সামনেই ইংল্যান্ড সফর। তাই বোর্ড বিরাটকে অনুরোধ করেছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য।’
প্রসঙ্গত, রোহিত ও বিরাট আন্তর্জাতিক টি২০ থেকে অবসর নিয়ে ফেলেছেন। রোহিত টেস্ট থেকেও সরে গেলেন সম্প্রতি। এবার যদি বিরাটও সরে যান। তাহলে একটা গভীর শূন্যতা তৈরি হবে। তবে একদিনের ক্রিকেটে দু’জনেই আপাতত খেলবেন। সম্ভবত ২০২৭ বিশ্বকাপ অবধি।