English

31 C
Dhaka
শনিবার, জুলাই ৫, ২০২৫
- Advertisement -

ঢাকাকে হারিয়ে বিপিএলে প্রথম জয় সিলেটের

- Advertisements -

জহিরুল ইসলাম মিশু,সিলেট ব্যুরো: এবারের আসরে ঢাকা পর্বে তিন ম্যাচ খেলে তিনটিতেই হারের তিক্ত স্বাদ পায় শাকিব খানের দল। সিলেট পর্বে খেলতে নেমেও ভাগ্য বদল হলো না তাদের। সিলেট পর্বে এখন পর্যন্ত তিন ম্যাচে হেরে টানা ছয় ম্যাচে হারল ঢাকা।এদিকে টানা তিন ম্যাচ হেরে অবশেষে জয় পেয়েছে সিলেট স্টাইকার্স।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে ঢালিউড সুপারস্টার শাকিব খানের দল ঢাকা। তাদের পক্ষে ৪৩ বলে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেছেন ওপেনার লিটন। ধীরগতির ব্যাটিংয়ে মুনিম শাহরিয়ারও ফিফটি করেছেন।

এদিন অবশ্য ব্যাটিংয়ের শুরুটা ভালো ছিল না ঢাকার। ওপেনার তানজিদ হাসান তামিম (৬) ইনিংসের পঞ্চম ডেলিভারিতেই উচ্চবিলাসী শট খেলতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে বসেন। এরপর লিটন ও মুনিম শাহরিয়ার মিলে ১২৯ রানের জুটি গড়েন দ্বিতীয় উইকেটে।এ ছাড়া সাব্বির রহমান ও থিসারা পেরেরাদের ক্যামিওতে প্রায় দুইশ ছোঁয়া বড় সংগ্রহ গড়ে ঢাকা।

লিটন ৪৩ বলে ১০ চার ও ১ ছক্কায় ৭৩ এবং মুনিম ৫২ রান করেন ৪৭ বলে। এ ছাড়া শেষদিকে সাব্বির ১০ বলে ২৩ এবং পেরেরা ৯ বলে ১৮ রান করেন। সিলেটের পক্ষে ৩টি উইকেট নেন রাহকিম কর্নওয়াল।

১৯৪ রানের লক্ষ্য তাড়ায় প্রথম বলেই কর্নওয়ালের উইকেট হারায় সিলেট। এরপর জর্জ মুনসি (১১), অ্যারন জোন্সরা (১৪) দ্রুত ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন জাকির হাসান। ২৭ বলে ৭টি চার ও ৩ ছক্কায় তার ব্যাটে আসে ৫৮ রান।

শেষদিকে দ্রুত উইকেট হারাতে থাকলেও ছোট ছোট ক্যামিওতে সিলেট সঠিক গন্তব্যে পৌঁছে যায়। রনি তালুকদার ২০ বলে ৩০, জাকের আলি ১৭ বলে ২৪ এবং আরিফুল হক ১৫ বলে ২৮ রান করলে ১৮.৪ ওভারেই জয় নিশ্চিত হয় সিলেটের।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vi0y
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন