English

22 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬
- Advertisement -

থাইল্যান্ডকে উড়িয়ে সেমিফাইনালের পথে টাইগ্রেসরা

- Advertisements -

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের দাপট বজায় রেখেছে বাংলাদেশের মেয়েরা। সুপার সিক্সের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল নিগার সুলতানার দল। জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারির জোড়া হাফ সেঞ্চুরিতে গড়া রেকর্ড জুটির ওপর ভর করে ১৬৫ রানের বিশাল পুঁজি পায় বাংলাদেশ, যা টপকাতে গিয়ে ১২৬ রানেই থমকে যায় থাইল্যান্ডের ইনিংস।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের।

ইনিংসের প্রথম বলেই শূন্য হাতে ফেরেন ওপেনার দিলারা আক্তার। ছন্দে থাকা শারমিন আক্তার সুপ্তাও এদিন থিতু হতে পারেননি, মাত্র ১১ রান করে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। ১২ রানে ২ উইকেট হারিয়ে যখন দল বিপাকে, তখনই হাল ধরেন জুয়াইরিয়া ও সোবহানা। 

জাতীয় দলে নিজের প্রথম চার ম্যাচে ব্যর্থ হওয়া জুয়াইরিয়া এদিন ছিলেন অনবদ্য।

সাবধানী শুরুর পর আক্রমণাত্মক মেজাজে তুলে নেন ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি। ৪৩ বলে ফিফটি ছোঁয়া এই ওপেনার শেষ পর্যন্ত ৪৫ বলে ৫৬ রান (৪ ছক্কা ও ৩ চার) করে আউট হন। অন্যদিকে সোবহানা মোস্তারি ছিলেন আরও বিধ্বংসী। মাত্র ৩৭ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করা সোবহানা খেলেন ৪২ বলে ৫৯ রানের এক নান্দনিক ইনিংস, যাতে ছিল ৯টি চার ও ১টি ছক্কার মার।
তৃতীয় উইকেটে এই দুই ব্যাটারের ১১০ রানের জুটিটি বাংলাদেশের নারী টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে যেকোনো উইকেটে চতুর্থ শতকোর্ধ্ব জুটি। শেষ দিকে রিতু মনির ৬ বলে ১৫ রানের ঝোড়ো ক্যামিওতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৬৫ রান।

১৬৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে থাই ব্যাটার নাথাকান চানথাম (৪২) ও নারুমোল চাইওয়াই (২৭) চেষ্টা করলেও বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে খুব একটা সুবিধা করতে পারেননি। মারুফা আক্তার, স্বর্ণা আক্তার ও রিতু মনিরা নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে থাইল্যান্ডের জয়ের আশা শেষ করে দেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১২৬ রান তুলতে সক্ষম হয় থাইল্যান্ড।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/dohq
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন