English

26.6 C
Dhaka
সোমবার, আগস্ট ৪, ২০২৫
- Advertisement -

নারীভক্তদের ‘জ্বালাতন’ এড়াতে হাসানকে বিয়ে দিচ্ছেন বাবা!

- Advertisements -

নাসিম রুমি: বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জাতীয় দলের তরুণ পেসার হাসান মাহমুদ। ইতোমধ্যে পারিবারিকভাবে ছোট পরিসরে বাগদানের আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছে তার। অথচ তার বয়স খুব বেশি নয়, মাত্র ২৩! বাবা মোহাম্মদ ফারুক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। আগামী ওয়ানডে বিশ্বকাপের পর বড় পরিসরে বিয়ের অনুষ্ঠান করা হবে বলে জানিয়েছেন তিনি।

এত অল্প বয়সে হাসানকে বিয়ে দিতে চাওয়ার কারণ জানাতে গিয়ে তার বাবা বলেছেন, ‘ফেসবুকে যা শুরু হয়েছে, সেটা সহ্য করার মতো নয়। সব মেয়েরা কেবল অফার দিচ্ছে, আমার হাসানকে বিয়ে করতে চায়। এই কারণে সিদ্ধান্ত নিয়েছি, ও যেন ভালো থাকে, যেন একদিকে মন থাকে। তাই আমরা এই ব্যবস্থা করেছি। ’

মিরপুরে চলছে বাংলাদেশ দলের অনুশীলন। আগামী ১৪ জুন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে দলের ক্রিকেটাররা নিজেদের প্রস্তুত করছেন। এরই ফাঁকে ঘরোয়া পরিসরে তরুণ এই পেসার বাগদান সেরেছেন। গতকাল (৭ জুন) বুধবার রাতে ঢাকায় শেষ হয়েছে তার আনুষ্ঠানিকতা। ছোট পরিসরে বাগদান সম্পন্ন হলেও পরবর্তী সময়ে বড় অনুষ্ঠান করা হবে। বাগদান উপলক্ষে লক্ষ্মীপুর থেকে এসে তার পরিবারের সদস্যরা ঢাকায় অবস্থান করেছেন।

ঢাকায় আসা হাসানের বাবা মোহাম্মদ ফারুক বৃহস্পতিবার ছেলের অনুশীলন দেখতে মাঠে এসেছিলেন। অনুশীলন চলাকালীন গ্র্যান্ড স্ট্যান্ডে থাকা তাসকিন আহমেদ-এবাদত হোসেনের সঙ্গে ছবি তুলতে দেখা যায় হাসানের বাবাকে। ছবি তুলে দেন হাসান নিজেই।

২০২০ সালের মার্চে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হাসান মাহমুদের। এরপর ওয়ানডেতে অভিষেক হয় ২০২১ সালের জানুয়ারিতে। ১১ টি-টোয়েন্টি ও ১৬ ওয়ানডেতে হাসানের শিকার ১৮টি করে উইকেট। ইনজুরির কারণে লম্বা সময় মাঠের বাইরে না থাকলে ক্যারিয়ারটা আরও জমকালো হতো তার।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1txx
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন