English

26.8 C
Dhaka
বুধবার, জুলাই ১৬, ২০২৫
- Advertisement -

বাংলাদেশ ক্রিকেটের উত্তরণে জয়সুরিয়ার পরামর্শ

- Advertisements -

নাসিম রুমি: যুগসন্ধিক্ষণ থেকে বের হয়ে আসতে হলে ক্রিকেটারদের পাশাপাশি বিসিবি’র দায়িত্বে থাকা সাবেক ক্রিকেটারদেরও চ্যালেঞ্জ নিতে হবে। ক্রিকেটারদের সাহস দিলে দ্রুত ছন্দে ফিরবে বাংলাদেশ দল। এমন মন্তব্য করেছেন লঙ্কান কিংবদন্তি সনাৎ জয়সুরিয়া। শ্রীলঙ্কা যুগসন্ধি সময়ে কঠোর পরিশ্রম করায় দ্রুত ফলাফল পেয়েছে বলেও মত তার। রাজনীতিতে যোগ দেয়া নিয়েও আক্ষেপ করলেন জয়সুরিয়া। জানালেন কোচিং ক্যারিয়ারে নিজের অভিজ্ঞতাও।

ক্রিকেট ক্যারিয়ার শেষে লঙ্কান গ্রেট সনাৎ জয়সুরিয়া দায়িত্ব নিয়েছেন শ্রীলঙ্কা জাতীয় দলের। এমন এক সময় যখন যুগসন্ধিক্ষণ পার করছিল লঙ্কা ক্রিকেট। তার তত্ত্বাবধানে শ্রীলঙ্কা কাটিয়ে উঠেছে সেই সময়। মাশরাফী, সাকিব, তামিমদের বিদায়ের পর বাংলাদেশও পার করছে সেই সময়। এই কিংবদন্তি বললেন কীভাবে এখান থেকে এগিয়ে যেতে হবে টাইগারদের।

শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার জয়সুরিয়া বলেন, ‘ক্রিকেটাররা কঠিন পরিশ্রম করেছে। আমি আত্মবিশ্বাস দেয়ার চেষ্টা করেছি। অনুশীলনে কিছুটা ভিন্নতা এনেছি। তারা সবসময়ই ভালো করার জন্য মুখিয়ে ছিলো। আমরাই সেরা, আমি এই বিশ্বাসটা তাদের মধ্যে তৈরি করতে সাহায্য করেছি। তাদের স্বাভাবিক খেলাটাই যেনো তারা খেলে এবং পাশাপাশি একে অপরের সঙ্গে তাদের চমৎকার একটা বোঝাপড়া হয়েছে। প্রতিটা দলেরই যুগ সন্ধিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়। একঝাক অভিজ্ঞ ক্রিকেটার বিদায় নেয়ায় বাংলাদেশও সেই সময় পার করছে। নির্বাচকরা নতুনদের নিয়ে চেষ্টা করে যাচ্ছেন। অনেক সাবেক ক্রিকেটাররা এ মুহুর্তে বোর্ডের বিভিন্ন দায়িত্বে। তাদের চ্যালেঞ্জটা নিতে হবে এবং আমি আশা করব দ্রুত বাংলাদেশ দল সেটা কাটিয়ে উঠবে।’

ক্রিকেট ক্যারিয়ার শেষ করে কোচিংয়ের দায়িত্বে কিংবদন্তি ক্রিকেটার। লম্বা ক্যারিয়ারে আন্তর্জাতিক পর্যায়ে যেমন শাসন করেছেন, তেমনি খেলেছেন ঘরোয়া লিগেও। বাংলাদেশে মোহামেডানের হয়ে খেলেছেন অনেকবার। তাই এখনও সেই টান অনুভব করেন জয়সুরিয়া।

শ্রীলঙ্কার কোচ বলেন, ‘আমি সবসময় ভিন্নভাবে খেলার চেষ্টা করতাম। অ্যাটাকিং ক্রিকেট আমার পছন্দ ছিলো। খেলাটাকে উপভোগ করেছি। এমন কী, আমি যখন বাংলাদেশে ক্লাব ক্রিকেটে খেলেছি তখনও আমার মত করেই খেলেছি। বাংলাদেশের মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। তারা আমার খেলার ধরন পছন্দ করত। আমি মোহামেডানের হয়ে খেলেছি। এই ক্লাবের প্রতি সমর্থকদের অনেক ভালোবাসা ছিলো। আমি ক্রিকেট ছেড়ে কোচিং ক্যারিয়ার বেছে নিয়েছি। এটা আমার জন্য চ্যালেঞ্জ ছিল। কারণ এমন অভিজ্ঞতা ছিল না আগে।’

ক্রিকেটার ক্যারিয়ার শেষ না করেই সাকিব-মাশরাফীদের রাজনীতিতে যোগ দেয়া নিয়ে দেশে তুমুল সমালোচনা। রাজনীতিতে যোগ দেয়া নিয়ে আক্ষেপ করলেন সনাৎ জয়সুরিয়াও। ক্রিকেটার থাকা অবস্থায় হয়েছিলেন এমপি। ২০১৩ থেকে ১৫ দায়িত্ব পালন করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। যা জীবনের সবচেয়ে বড় ভুল ছিল বলে স্বীকার করলেন এই লিজেন্ড।

জয়সুরিয়া বলেন, ‘অন্য ক্রিকেটার রাজনীতিতে এসে কি করেছে না করেছে আমি সেগুলো নিয়ে বলতে চাইনা। তবে আমি অনেক বড় ভুল করেছিলাম রাজতীতিতে পা রেখে। আমার এটা করা উচিৎ হয়নি। ক্রিকেটার হিসেবে সবার কাছ থেকে ভালোবাসা পেয়েছি। রাজনীতিতে সেটা সম্ভব নয়। এবং সেই ভুলের জন্য আমার আক্ষেপ থাকবে সবসময়।’

এসব ভুল থেকে অন্যরাও শিক্ষা নিবে বলে মনে করেন সনাৎ জয়সুরিয়া। ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারে পূর্ণ মনোযোগ ক্রিকেটেই থাকা উচিত বলে মত এই লঙ্কান কিংবদন্তির।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/13v5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন