English

24 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫
- Advertisement -

বিপিএল নিয়ে ভিডিও বার্তায় যা বললেন শোয়েব আখতার

- Advertisements -

নাসিম রুমি: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন শোয়েব আখতার। ইতোমধ্যেই তার সঙ্গে চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলে কাজ করার জন্য মুখিয়ে আছেন তিনি।

এবারই প্রথম বিপিএলে দেখা যাবে শোয়েবকে। এর আগে কোচ কিংবা খেলোয়াড় কোনো ভূমিকাতেই বিপিএলের সঙ্গে যুক্ত হননি তিনি। প্রথমবার বিপিএলে কাজ করতে যেন তর সইছে না পাকিস্তানের সাবেক এই পেসারের।

বিপিএলে কাজ করা নিয়ে এক ভিডিও বার্তায় শোয়েব বলেন, ‘হ্যালো বাংলাদেশ। বাংলাদেশ আমার খুব প্রিয় এবং হৃদয়ের কাছের একটা স্থান। গত ১০–১৫ বছর ধরে আমার বাংলাদেশে আসা হয় না। কিন্তু এই বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে আসছি। আপনাদের সঙ্গে দেখা হবে। আপনাদের খুব ভালোবাসি।’

এদিকে তিন দফা পিছিয়ে আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের নিলাম। ১২তম আসরে প্লেয়ার্স-ড্রাফটের বদলে হবে অকশন। তবে তার আগে বিপিএল নিয়ে যেন নাটকীয়তার শেষ নেই। শুরুতে ৫ দল নিয়ে বিপিএল শুরুর কথা থাকলেও নতুন করে যুক্ত হলো আরেকটি দল।

আসন্ন আসরে ৬টি দল নিয়ে ২৬ ডিসেম্বর (সম্ভাব্য) মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের ১২তম আসর। ফাইনাল ২৪ জানুয়ারি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/it1e
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন