English

23 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬
- Advertisement -

বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা শিবিরে জোড়া ধাক্কা

- Advertisements -

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম সংস্করণ মাঠে গড়াবে দুই সপ্তাহ পর। তার আগে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন টনি ডি জর্জি ও ডোনোভান ফেরেইরা। এই দুই প্রোটিয়া ব্যাটারের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন রায়ান রিকেলটন ও ট্রিস্টান স্টাবস।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ) বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, জর্জি গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান। পুনর্বাসন প্রক্রিয়ায় প্রত্যাশিত উন্নতি না হওয়ায় বিশ্বকাপ খেলা হচ্ছে না তাঁর।

এসএ টি-টোয়েন্টিতে ফিল্ডিং করার সময় ফেরেইরার কাঁধের হাড় ভেঙে যায়। গুরুতর এই চোটের কারণে তিনিও বিশ্বকাপ স্কোয়াডে। আরও কয়েকজন ক্রিকেটারের ফিটনেস নিয়ে উদ্বেগ রয়েছে দক্ষিণ আফ্রিকা শিবিরে। ডেভিড মিলার অ্যাডাক্টর পেশির চোটে আক্রান্ত হয়ে মঙ্গলবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না। বিশ্বকাপে তাঁর অংশগ্রহণ নির্ভর করছে ফিটনেস পরীক্ষার ফলাফলের ওপর।

এ ছাড়া পেসার লুঙ্গি এনগিডি ও অলরাউন্ডার ডেওয়াল্ড ব্রেভিসও চোট সমস্যায় ভুগছেন।সিএসএ জানিয়েছে, মিলারের চোট নিয়েই সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। নিয়মানুযায়ী ৩১ জানুয়ারি পর্যন্ত ঘোষিত বিশ্বকাপ দলে যে কোনো কারণে পরিবর্তন আনতে পারবে দলগুলো। তবে এই সময়ের পর কোনো পরিবর্তন করতে হলে আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটির বিশেষ অনুমোদন প্রয়োজন হবে।

আগামী ৯ ফেব্রুয়ারি কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা দল:

এইডেন মার্করাম (অধিনায়ক), করবিন বোশ, ডেওয়াল্ড ব্রেভিস, কুইন্টন ডি কক, মার্কো জানসেন, জর্জ লিন্ডে, কেশব মহারাজ, কোয়েনা মাফাকা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, আনরিখ নরকিয়া , কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, জেসন স্মিথ ও ট্রিস্টান স্টাবস।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/f1nk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন