English

26.3 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫
- Advertisement -

ভারতের বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান? কী বললেন নাজম শেঠি?

- Advertisements -

ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান কী ভারতে বিশ্বকাপ খেলতে আসবে? এ নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা। পাকিস্তানের সাবেক বোর্ড প্রধান রমিজ রাজা হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন, যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসে ভারত, তাহলে পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না।

এ নিয়ে কথা বলেছেন পিসিবির নতুন চেয়ারম্যান নাজম শেঠি। তিনি জানিয়ে দিয়েছেন- পাকিস্তান ক্রিকেট বোর্ড নয়, তার দেশ বিশ্বকাপ খেলতে ভারত যাবে কি না সে সিদ্ধান্ত নেবে দেশের সরকার। তার মতে, সরকারেরই একমাত্র ক্ষমতা রয়েছে এ ব্যাপারে শেষ কথা বলার।

রমিজ রাজার দেয়া সেই হুঁশিয়ারির সূত্র ধরেই এদিন নতুন বোর্ড প্রধান বলেছেন, ‘যদি সরকার বলে যে ভারতে যেও না, তাহলে আমরা যাব না। ভারত এবং পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক মাথায় রেখে সত্যি কথাটা বলা দরকার। আমরা একে অপরের বিরুদ্ধে খেলব কিনা বা সে দেশে যাব কিনা, এটা সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ সরকারেরই ক্ষমতা রয়েছে এ ব্যাপারে শেষ কথা বলার। বোর্ড শুধু মাত্র ব্যাখ্যা জানতে চাইতে পারে।’

এশিয়া কাপ প্রসঙ্গে শেঠি বলেছেন, ‘আগে দেখে নিই পরিস্থিতি কী? সেই অনুযায়ী এগোতে পারব। যে সিদ্ধান্তই নিই না কেন, বাকিদের চেয়ে যাতে বিচ্ছিন্ন না হয়ে পড়ি সে খেয়াল রাখব সব সময়।’

শেঠি এটাও জানিয়েছেন, রমিজ যদি ধারাভাষ্য দেওয়া শুরু করেন, তাহলে আপত্তি নেই তার। বলেছেন, ‘রমিজকে আমি সমীহ করি। ধারাভাষ্যে ফেরাকে কোনও ভাবেই আমরা বাধা দেব না।’

শেঠি জানিয়েছেন, সাবেক কোচ মিকি আর্থারকেই আবার কোচ করে আনার চেষ্টা চালাচ্ছেন তারা। বলেছেন, ‘এই মুহূর্তে মিকি ডার্বিশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ। ওর সঙ্গে কথা বলেছি। আগামী ৮-১০ দিনে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। নতুন কোচিং দল তৈরি করার ব্যাপারে ওর পরামর্শ চেয়েছি। যখন ও দলের সঙ্গে ছিল তখন অনেক ভাল কাজ করেছে। বাবর আজমকে ওই সাফল্য পেতে সাহায্য করেছে। দলের মধ্যে শৃঙ্খলা এবং ফিটনেস ছিল। আশা করি আবার ওকে পাওয়া গেলে আমাদের লাভই হবে।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6e98
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন