English

27.3 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫
- Advertisement -

মহারাজের রাজত্বে ভাগ তিকশানার, উন্নতি অস্ট্রেলিয়ার তিন সেঞ্চুরিয়ানের

- Advertisements -

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ওয়ানডেতে দারুণ এক কীর্তির সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠ ম্যাকেইতে প্রথমবারের মতো এক ইনিংসে তিন সেঞ্চুরিয়ানকে দেখেছে তারা। সেই তিন সেঞ্চুরিয়ান হচ্ছেন- ট্রাভিস হেড, মিচেল মার্শ ও ক্যামেরন গ্রিন।

তিন ব্যাটারের সেঞ্চুরিতে বিব্রতকর এক হার থেকেও রক্ষা পেয়েছে অস্ট্রেলিয়া।তৃতীয় ও শেষ ওয়ানডেতে যে ধবলধোলাই এড়িয়েছে তারা, ২-১ ব্যবধানে সিরিজ পকেটে পুড়েছে প্রোটিয়ারা।

সবমিলিয়ে দ্বিতীয় এবং ঘরের মাঠে সর্বোচ্চ ২৭৬ রানের জয় এনে দেওয়ার নায়করা এবার আইসিসির কাছ থেকে সুখবর পেয়েছেন। দুর্দান্ত সেঞ্চুরির জন্য প্রত্যেকেই ব্যাটারদের র‌্যাংকিংয়ে লাফ দিয়েছেন। তিন সেঞ্চুরিয়ানদের মধ্যে সবচেয়ে বড় লাফ দিয়েছেন গ্রিন।ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাওয়া এই ব্যাটার ৪০ ধাপ এগিয়েছেন। ১১৮ রানের অপরাজিত ইনিংস খেলা এই ব্যাটারের অবস্থান এখন ৭৮ নম্বরে।

অস্ট্রেলিয়ার অধিনায়ক মার্শ এগিয়েছেন ৪ ধাপ। তার অবস্থান এখন ৪৪ নম্বরে।

অন্যদিকে অপর সেঞ্চুরিয়ান হেড ১ ধাপ এগিয়ে কুশল মেন্ডিসের সঙ্গে যৌথভাবে ১১ নম্বরে আছেন। বড় লাফ দিয়েছেন তাদের সতীর্থ জশ ইলিংসও। দ্বিতীয় ওয়ানডেতে ৮৭ রানের ইনিংস খেলে ২৩ ধাপ এগিয়ে ৬৪ নম্বরে আছেন। শীর্ষ দশে কোনো পরিবর্তন নেই। ৭৮৪ রেটিংয়ে শীর্ষে ভারতের শুবমান গিল।
বোলিংয়ে উন্নতি হয়েছে মহীশ তিকশানার। ভাগ বসিয়েছেন কেশব মহারাজের রাজত্বে। শ্রীলঙ্কান স্পিনার এক ধাপ এগিয়ে যৌথভাবে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনারের সঙ্গে শীর্ষে আছেন। দুজনের রেটিং পয়েন্ট এখন ৬৭১। অন্যদিকে অস্ট্রেলিয়া-দক্ষিণ সিরিজের পারফরম্যান্সে উন্নতি হয়েছে লুঙ্গি এনগিডি-শন অ্যাবোট-নাথান এলিসদের। দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি ৬ ধাপ এগিয়ে ২৮ নম্বরে। আর ৯ ধাপ এগিয়ে ৪৮ নম্বরে জায়গা পাওয়া অ্যাবোটের বিপরীতে ২১ ধাপ উন্নতি করা তার সতীর্থ এলিস আছেন ৬৫তম স্থানে। ওয়ানডের অলরাউন্ডারের র‌্যাংকিংয়ে শীর্ষ ১১ কোনো পরিবর্তন নেই। ২৯৬ রেটিংয়ে শীর্ষেই আছেন আফগানিস্তানের পেস অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/ygxf
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন